বাঙালির সৌরভ গঙ্গোপাধ্যায়েরꦍ প্রত ভালোবাসা বরাবরই আলাদা। ক্রিকেটের মাঠে যখনই নামতেন তিনি, গর্বে বুক ফুলে উঠত বাঙালির। এখন হয়তো দাদা আর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় সরাসরি, তবুও ভালোবাসা এক ফোঁটা কমেনি। যার সবচেয়🐈ে বড় প্রমাণ হল দাদাগিরি।
জি বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শো বরাবরই টিআরপি-তে থাকে উপরে। আপাতত চলছে ১০ নম্বর সিজন। যা শুরু হয়েছিল গত বছর পুজোর সপ্তাহখানেক আগে। এবারের থিম ছিল বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে। সমাজের নানা স্তরে ছড়িয়ে থাকা কৃতি 🃏বাঙালিরা এসেছিলেন দাদাগিরির মঞ্চে। তা সে বিরিয়ানি বিক্রেতা ‘দাদা বউদি বিরিয়ানি’ হোক কিংবা নকশাল এলাকায় এনজিও চালানো মহিলা, মহিলা লোকো পাইলট থেকে শুরু করে করোনার ভ্যাক্সিন বানানো বাঙালি, সবাইকে দেখা গিয়েছে দাদার সঙ্গে।
আরও পড়ুন: ‘মারা যায়নি কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার’, জা♋নাল মার্কিন পুলিশ, হতাশ সিধু মুসেওয়ালার ভক্তরা
শেষ হচ্ছে দাদাগিরি ১০:
তবে এবার দাদাগিরি শেষ হওয়ার পালা। অব꧂শ্য ভাববেন না, টিভির দুনিয়া থেকে চিরতরে বিদায় নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসলে এবারের সিজন এসে গিয়েছে শেষের পথে। অর্থাৎ,: পথ চলা শেষ হচ্ছে দাদাগিরি ১০-এর।
জি বাংলার তরফে শেয়ার করা হল একটি প্রোমো ভিডিয়ো। যেখানে দেখা গেল, গ্র্যান্ড ফিনালের জোরদার প্রস্তুতি চলছে। নাচ-সহ একাধিক পারফরমেন্সের মহড়া চলছে। জানা গেল, এই সপ্তাহের রবিবারেই শেষ হচ্ছে দাদাগিরির বর্তমান সিজনটি। পরেরটির জন্য আবারও করত𓃲ে হবে লম্বা প্রতীক্ষা।🌱
আরও পড়ুন: ‘পুলিশ🥃 খুন করেছে…’! সলমনের বাড়িতে গুলি চালানোয় অভিযুক্ত অনুজের আত্মহত্যা মানতে নারাজ পরিবার
২০০৯ সাল থেকে শুরু হয়েছিল দাদাগিরি-র পথচলা। প্রথম সিজন জিতেছিল কলকাতা। তারপরের দুটি সিজন জিতে নেয় যথাক্রমে উত্তর ২৪ পরগণা আর বর্ধমান। এরমধ্যে অবশ্য༒ তৃতীয় সিজনটির সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী।