দাদাগিরির মঞ্চে খুব শীঘ্রই ধরা দেবেন টলিপাড়ার সুন্দরীরা। পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজারদের এই সপ্তাহ শেষে দেখা যাব দাদার শো-তে। গত মাসেই শ্যুটিং সেরেছিলেন তাঁরা, এবার সামনে এল এই গ্ল্যামারাস এপিসোডের প্রোমো। আরও পড়ুন-রাজের জীবনে মিমির এন্ট্রিত꧑ে ভাঙে 'প্রেম'! প্রাক্তনের নাম শুনে কী বললেন পায়েল?
একটা সময় বাংলা কর্মাশিয়াল ছবির পরিচিত মুখ ছিলেন পায়েল সরকার। হালে ছবির▨ সংখ্যা কমেছে, সদ্য চল্লিশ ছোঁয়া নায়িকার গ্ল্যামার এখনও তাক লাগাচ্ছে। দাদাগিরির মঞ্চেও লাল শিফন শাড়ি আর স্লিভলেস ব্লাউজে সিজলিং হট লুকে পায়েল। তবে দাদার সামনে কী এমন কথা বললেন নায়িকা, যা শুনে আফসোসে ভুগলেন শুধু সৌরভ নন, বরং দর্শক থেকে শুরু করে বাকি প্রতিযোগিরাও।
সৌরভকে প্রোমোর শুরুতেই বলতে শোনা গেল, ‘পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ, ওর সেটা একেবারে অপছন্দ’। হাসিমুখই পায়𓄧েলের জবাব, ‘একটা হল বিরিয়ানি, আরেকটা হল ফুচকা’। এই কথা শুনে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেলেন অন্বেষা-মধুমিতারা। ছোটপর্দার ‘পাখি’ তো বলেই ফেললেন, ‘আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’। আফসোসের সুরে দাদা যোগ করেন,‘জীবনের আনন্দ কী, জানলই না পায়েল।’
বিরিয়ানি বা বলা ভালো আলু-বিরিয়ানি বাঙালি�😼�র ইমোশন। সেই বিরিয়ানি নাকি মুখে রোচে না পায়েলের, অন্যদিকে ফুচকা তো বাঙালির আইডেন্টিটি। তাতেও অভক্তি নায়িকার।
প্রসঙ্গত, শুক্রবারই বক্স অফিসে মুক্তি পাচ্ছ পায়েলের নতুন ছবি ‘আবার অরণ্যের দিনরাত্রি’। সুমন মৈত্রের ‘আবার অরণ্যের দিনরাত্রি’ ছবিতে চার বান্ধবীর পাহাড় যাপনের গল্প উঠে আসবে। পায়েল ছাড়াও এই ছবিতে রয়েছেন, রূপসা মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার এবং যুক্তা রক্ষিত। অন্যদিকে খুব শীঘ্রই শাকিব খানের সঙ্গে ফের পর্দায় দেখা যাবে পায়েলক🍨ে।
অনন্য মামুনের আসন্ন ছবিতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল। এর আগে ভাইজান এল র🥃ে ছবিতে শাকিবের সঙ্গে কাজ করেছেন পায়েল। নায়িকার কথায়, ‘শাকিব প্রচুর ওজন ঝরিয়েছে, স্বভাবতই যা হয় ও আরও ইয়াꦬং হয়ে গিয়েছে’।
২০২১-এর বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন পায়েল। তবে ভোট শেষে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজ চ🥂ক্রবর্তীর এক সময়ের চর্চিত প্রেমিকা। আপতত অভিনয় কেরিয়ারই তাঁর মূল ফোকাস। রাজনীতি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে পায়েল জানান, ‘পলিটিক্স থেকে সরেছি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। লোকে বলছে কেরিয়ারে ক্ষতি, তবে সেটা একেবারেই নয়। বরং রাজনীতিতে আসার পর আরও বেশি কাজ করেছি।’