সন্তানের জন্ম দেওয়ার কারণে সের🐎া সুন্দরীর শিরোপা কেড়ে নেওয়া এবং মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রণের ওপর নিষেধাজ্ঞা চাপানোর জেরে নিয়ম পাল্টানোর আর্জি জানিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করলেন প্রাক্তন মিস ইউক্রেন ভেরোনিকা ডিডাসেঙ্কো।
সোমবার ইনস্টাগ্রামে বছর চব্বিশের ভেরোনিকা লিখেছেন,ꦇ ‘আমরা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের দাবি জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় #righttobeamother আন্দোলনও চালু করেছেন।
২০১৮ সালে মিস ইউক্রেন শিরোপা লাভ কর🍒েন ভেরোনিকা। কিন্তু তাঁ♍র একটি পাঁচ বছরের ছেলে রয়েছে জানার পরে খেতাব কেড়ে নেওয়া হয়। সেই সঙ্গে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণ করাও নিষিদ্ধ হয়।
ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিত🀅ায় আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কারণ আমি বিবাহিত এবং এক সন্তানের মা।’
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিবাহিত মহিলা ও মায়েরা অংশগ্রহণ করতে পারেন না। এই মর্মে অংশগ্রহণকারীদের একটি চুকไ্তিপত্রে সই করাও বাধ্যতামূলক।
বিশ্বের বিখ্যাত সৌন্দর্য প্রতিযোগিতাগুলি এখনও অন্ধকার যুগে পড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন ভেরোনিকꦫা ডিডাশেঙ্কো। তাঁর দাবি, ‘আমি মুকুট ফে্রত চাই না, শুধু নিয়মগুলো পাল্টাতে চাই।’
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার উদ্যোক্তাদের𓆏 বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন ইউক্রেনের সুন্দরী। লন্ডনের আদালতে তাঁদের বিরুদ্ধে ২০১০ সালের সাম্য আইনে তিনি মামলা দায়ের করেছেন।
এই বিষয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিত𝄹া কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। আগামী ১৪ ডিসেম্বর লন্ডনে বিশ্বের এই প্রাচীনতম সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন আইনের ছাত্রী মার্গারিটা পাশা।