'অভদ্র' ও 'শিষ্টাচারহীন' আচরণের ভিডিয়ো অনলাইনে পোস্ট করার পর থেকে উত্তাল হয়েছে দুই দেশ। সূত্র এক ভারতীয় ইউটিউবার। জ্যোতি মালহোত্রা নামের এক ট্রাভেল ভ্লগার ইউটিউব🅷 ভিডিয়ো থেকে উঠে এসেছে তাঁর উদ্ধত আচরণের আভাস আ✤র সেই থেকেই অশান্তির সূত্রপাত।
ঘটনাটি কী? ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন চীনে। আর সেখানেই একের পর এক উদ্ভট কার্যকলাপ করে তার ভিডিয়ো শেয়ার করেছেন – যার মধ্যে রয়েছে বুলেট ট্রেনে এক ব্যক্তিকে তাঁর উইন্ডো সিট অদলবদ♑ল করতে বাধ্য করা, একজন অপরিচিত ব্যক্তির স্কুটারে উঠে তাঁর থেকে জোর করে লিফট চাওয়া কিংবা অন্য এক মহিলার বাইক ছিনিয়ে নিয়ে মোটরওয়েতে গাড়ি চালানো। এখানেই শেষ নয়, বিনা পয়সায় বাসে ভ্রমণ করা এবং দেশের কেউ ইংরেজি বলতে পারে না বলে অভিযোগ করা এইসবও রয়েছে তালিকায়।
আরও পড়ুন: (ঘুমন্ত ক্যাটরিনা🙈কে জন্মদিনে জ𝓰্বালাচ্ছেন ভিকি! বউয়ের জন্মদিনে আদুরে পোস্টে কোন 'গুড নিউজ' দিলেন?)
তাঁর ভিডিয়োর বেশ কয়েকটি অংশে দেখা 𒊎গিয়েছে', তিনি চীনা জনগণের সঙ্গে সহানুভূতিশীলভাবে কথা বলেছেন, তাঁদের উচ্চতা এবং তাঁদের 'সস্তা' মোবাইল ফোনের দাম নিয়ে মজা করেছেন। এছাড়াও তিনি অনবরত♊ হিন্দি বা ইংরেজিতে কথা বলতে থাকেন যা সেই দেশের কেউই বুঝতে পারে না।
তাঁর এই অপকর্মের একটি অংশ সোশ্যাল মিডিয়া প্লꦦ্যাটফর্ম এক্স-এ পোস্ট করা হয়, যেখানে এটি ১.৬ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে। নিচে ভিডিয়োটি দেখুনঃ
জ্য়োতির ব্য়বহার
এক্স এবং ইউটিউব উভয় তরফের ব্যবহারকারীরাই জ্যোতি মালহোত্রার চীনে ঘুরতে গিয়ে তাঁর এই কীর্তিকলাপের জন্য নিন্দা করেছেন। অﷺনেকে বলেছিলেন যে ট্রাভেল ভ্লগার তাঁর দুর্ব্যবহারের মধ🦄্যমে নিজের দেশ ভারতের একটি খারাপ চিত্র তুলে ধরেছেন।অপর একজনের মতে, ‘তাঁর অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এগুলি কী ধরনের আজেবাজে আচরণ? কোনও সম্মতি ছাড়াই সবাইকে ভিডিয়ো করা হচ্ছে?।’
আরেকজন বলেন, 'চাইনিজ ভদ্রলোক বেশ ভালোই, তাই আপনাকে তাঁর উইন🌠্ডো সিট দিয়ে দিলেন, যদিও আপনি তাঁকে বেশ নির্লজ্জভাবে জিজ্ঞাসা করেছিলেন।
একজন এক্স ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, ‘এই ধরনের মানুষ গোটা ভারতীয় সম্প্রদায়ের জন্য লজ্জার। দেশের বাইরে বসবাসকারী একজন ভারতীয় হিসাবে, আমি এই ধরনের ঘৃণ্য 💦লোকদের কারণে প্রচুর মানুষের ভারতীয়দের প্রতি ঘৃণা দেখতে পাই। যখন আপনি বিদেশে থাকেন, তখন আপনি পুরো দেশকে প্রতিনিধিত্ব করেন। দয়া করে নিজের আচরণ ঠিক করুন।'
ইউটিউবারের ক্ষমা প্রার্থনা
জ্যোতি মালহোত্রা তাঁর এই ভিডিয়োগুলিতে তীব্র সমালোচিত হওয়া পরে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন ভাষাগত প্রতিবন্ধকতার জন্যই দুই দেশের সঠিক যোগাযোগ বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে ভবিষ্যতে তিনি আরও ভাল কনটেন্ট বানানোর করার প্রতিশ্রুဣতি দিয়েছেন।
তিনি বলেন, ‘আপনাদের মতামতের জন্য ধন্যবাদ। আমি এশিয়ার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছি এবং সবসময় ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। আমি বিশ্বাস করি সাম্প্রতিক ভুল বোঝাবুঝির কারণ ভাষাগত বাধা এবং ভুল যোগাযোগ। আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি, ভবিষ্যতেও ব্যবস꧑্থা নেব। আমরা প্রতিবেশী হিসাবে একটি সুন্দর সম্পর্ক রাখি এবং আপনাদের বোঝার প্রশংসা করি। আমার ভবিষ্যতে🌜র ভিডিয়োগুলিতে আমাদের যোগাযোগ উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’