Sudipta-Soumya Wedding: সামাজিক বিয়ের দিনই রেজিস্ট্রি সারলেন সুদীপ্তা-সৌম্য। আনুষ্ঠানিকভাবে চার হাত এক হল দু'জনের।
চার হাত এক হল সুদীপ্তা-সৌম্যর
মিসেস থেকে মিসেস হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। সোমবার বসেছে অভিনেত্রীর রাজকীয় বিয়ের আসর। সায়েন্স সিটি লাগোয় ক্যালকাটা বোটিং রিসর্টে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা-সৌম্য। তৃণমূল নেতা সৌম্য় বক্সীর ঘরণী হলেন টেলি অভিনেত্রী।
সামাজিক বিয়ের দিনই আইনি বিয়ের পর্বও সারলেন দুজনে। ভিন্টেজ গাড়িতে চেপে এদিন ‘দুলহানিয়া’ সুদীপ্তাকে বিয়ে করতে এলেন স্মিতা বক্সী পুত্র , সৌম্য (Soumya Bakshi)। কোনওরকম ফিউশন সাজ নয়, টুকটুকে লাল বেণারসীতে বাঙালি সাজে ঝলমল করেন ‘সোহাগ জল’-এর বেণী। সঙ্গে গা ভর্তি সোনার গয়নায় যেন রাজরানি সুদীপ্তা। তাঁর সাজের অন্যতম চমক ছিল ফুল স্লিভস ডিজাইনার ব্লাউজ। গলায় সোনার নেকপিস, রানি হার, আর চোকার সঙ্গে কানে ভারী দুল। মাথাপট্টি, নথ, কোমরবন্ধ-- কিছুই বাদ রাখেননি। বউয়ের সঙ্গে মিলিয়েই সেজেছেন সৌম্য। অফ হোয়াইট পাঞ্জাবির উপর সোনালি জরির কাজ, সঙ্গে মোটা সোনালি জরির ধুতি। মাথায় টোপর, গলায় মালা--একদম বাঙালি বরবেশে ধরা দিলেন তৃণমূল নেতা। জোর পরে বসলেন বিয়ের মণ্ডপে।
আইনি বিয়ের পর্ব মিটতেই শুরু সামাজিক বিয়ের তোড়জোর। শুভদৃষ্টি, মালাবদল সবই হল নিয়ম মেনে। বউয়ের উপর থেকে চোখ সরল না সৌম্যর।
আইনি বিয়ের আসরে সুদীপ্তা-সৌম্য
বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ৭০০ জন। বিয়ের মেনুতে ছিল বাঙালি আর মোগলাই খাবারের নানান পদ। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা, কিছুই বাদ নেই। শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ টেলিপাড়ার একাধিক তারকার দেখা মিলল এই বিয়ের আসরে। হাজির ছিলেন রাজনীতির জগতের মানুষরাও। তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ মদন মিত্রকে দেখা গেল বিয়ের আসরে। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও।
বছর দেড়েক আগেই সৌম্যর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা, এবার চার হাত এক হল। তিন বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা, সোশ্যাল মিডিয়াতেও রোম্যান্সের ঝলক উঠে আসে মাঝেমধ্য়েই। বিজয়া সম্মিলনীতে আলাপ দুজনের। এরপর বন্ধুত্ব আর প্রেম।