আজ করণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহির জন্মদিন। দেখতে দেখতে ৬ বছরে পা রাখল তাঁর যমজ সন্তান। গত ১ জানুয়ারি ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধুব এবং স্টার কিডদের নিয়ে ছেলেমেয়ের জন্য আগাম জন্মদিন পার্টি থ্রো করেছিলেন করণ। পরিচালক-প্রযোজক তাঁর বান্দ্রার বাড়িতে মিকি এবং মিনি মাউস-থিমযুক্ত জন্মদিনের পার্টির 𒁏আয়োজন করেছিলেন।
করণের ছেলেমেয়ের প্রি-বার্থ ডে পার্টিতে বলিউডের একাধিক তারকা তাঁদের সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন। শাহরুখ খানের ছেলে আব্রাম, গৌরী খান, করিনা কাপুর খান, তৈমুর আলি খান, ইনায়া নাওমি খেমু, শিল্পা শেট্টি, শাহিদ কাপুররা যোগ দিয়েছেন পার্টিতে। ড্যাডা করণ জোহরꦫের সঙ্গে মিলিয়ে যশ আর রুহি বার্থ ডে পার্টির পোশাক পরেছিলেন সেদিন। তিনজনেই কালো মিকি মাউস ছাপ কালো পুলওভারের সঙ্গে কালো প্যান্ট পরেছিলেন।
আরও পড়ুন: ডিপনেক গাউনে বোল্ড লুকে পাওলি, ছবি দেখে ঘুম উড়েছে নেটিজেনদের
যশ এবং রুহির জন্মদিনে নেটমাধ্যমের পাতায় বা༒র্থ পার্টির অন্দরের ঝলক শেয়ার করলেন করণ। বাড়ির বাগানে থিম অনুযায়ী বেলুন, ফেস্টুন, নানা রকম জিনিসে সাজানো। ছোটদের বিভিন্ন রাইডের ব্যবস্থা করা। ছিল গান-বাজনার ব্যবস্থা করা। পাশেই একটা ছোট স্টেজে মিনি মাউস-থিমযুক্ত নানা জিনিস সাজিয়ে রাখা। ছোটদের সঙ্গে বড়রাও প্রচুর হইহ👍ুল্লোর করে কাটিয়েছে, সেই ঝলকও উঠে এসেছে ভিডিয়োতে-
করণ জোহরের সেরা বান্ধবী করিনা কাপুর খান দুই ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খানকে সঙ্গে নিয়ে পার্টিতে এসেছিলেন। স্টার কিডরা পার্টি থেকে বেরোনোর সময় সকলের হাতে নীল রঙের বড় গিফট বক্স এবং গিফট ব্যাগ দেখতে পাওয়া গিয়েছে। ছেলেমেয়েদের নিয়ে পার্টিতে হাজির হন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, ফারহা খান, শিল্পা শেট্টি ছেলে ভিয়ান এবং মে🔥য়ে সামিশা সহ বলিউডের একাধিক তারকা ব্যক্তিত্ব।
বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর। তিনি সিঙ্গেল ফাদার। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের 𝓰বাবা হন করণ। প্রয়াত বাবা যশ জোহরের নামানুসারে ছেলের নাম রাখেন তিনি, অন্যদিকে মা হিরু জোহরের নাম উলটে মেয়ে রুহির নাম রেখেছেন করণ। সদ্য ৬ বছরে পা দিল তাঁরা। দুই ছেলেমেয়েকে ঘিরেই কাটছে করণের জীবন।
চলতি বছর 🍨২৮ এপ্রিলে মুক্তি পেতে ꧂চলেছে করণ-রণবীর জুটির ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। এই ছবিতে রণবীর সিং-এর নায়িকা আলিয়া। এই ছবি দিয়েই দীর্ঘ দিন পর পরিচালকের আসনে ফিরবেন করণ জোহর।