দিঘায় উদ্বোধন হয়ে গেল জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়ার দিনে এই অনুষ্ঠানে সেখানে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর ডাকে এসেছিলেন টলিউডের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বরাও। এই মন্দিরের উদ্বোধনের পর আবেগঘন হয়ে পড়েন নচিকেতা। কী বললেন?
আরও পড়ুন: নতুন রূপে ফের স্টার জলসায় ফিরছেন ‘হরগৌরী’র ঐশানী? শুভস্মিতার সঙ্গে এবার জুটি বাঁধছেন কে?
কী জানিয়েছেন নচিকেতা?
দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে পর এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন তিনি দারুণ গর্বিত এই ঘটনার সাক্ষী থেকে। একই সঙ্গে খুশি এবং তৃপ্তও। গায়কের কথায়, 'ইতিহাস তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সাক্ষী হলাম সেই ইতিহাসের। ভীষণ গর্ব হচ্ছে। হয়তো আমার নাতি এই মন্দির দেখতে যাবে। তখন ওকে বুক ঠুকে বলব জানিস আমি সাক্ষী ছিলাম এই মন্দিরের উদ্বোধনের।'
আরও পড়ুন: ঋষি কাপুরের না থাকার ৫ বছর, জানেন কি বিয়ের দিন সস্ত্রীক জ্ঞান হারিয়েছিলেন অভিনেতা? কী ঘটেছিল?
অনেকেই পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের তুলনা টানছেন। এই বিষয়ে নচিকেতার মত, 'দিদি তাঁর মতো করে এই মন্দির তৈরি করেছেন। বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির। সূক্ষ্ম কাজ রয়েছে কাঠের দরজায়। উঁচু গম্বুজ আছে ভিতরে। একটি কালো পাথরের বেদীতে আছেন তিন মূর্তি। চোখ জুড়িয়ে যাবে একদম, সবটাই ভীষণ ছিমছাম।' শুধু তাই নয় এদিন নচিকেতা জানান এই দিঘার জগন্নাথ মন্দির দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাঁর যাত্রা শুরু করলেন। আরও একাধিক পরিকল্পনা আছে তাঁর আগামী দিনের জন্য। গায়ক জানিয়েছেন লোকনাথ বাবার একটি মন্দির তৈরি করা হবে কচুয়ায়।
মুখ্যমন্ত্রী এদিন গরমের হাত থেকে বাঁচতে সকলকে একটি করে গামছা দিয়েছেন। নচিকেতা জানিয়েছেন গরম লাগলে তাঁরা সেই গামছা দিয়েই ঘাম মুছেছেন। আবার সেই গামছাকেই পাখার মতো ব্যবহার করেছেন বাতাস পেতে। এদিন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে অনেকক্ষণ বসে ছিলেন, নানা গল্প শুনিয়েছেন বলেও জানান নচিকেতা।
আরও পড়ুন: দেবের 'দেব'দর্শন! বাবা-মায়ের সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে ঘাটালের সাংসদ
আরও পড়ুন: 'পুরো মায়ের মতো...', ৫ মাসে ভাত খেল কৃষভি! অন্নপ্রাশনে মেয়েকে কী দিলেন কাঞ্চন-শ্রীময়ী?