কিরণ রাও-এর 'লাপাতা লেডিজ' নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনে প্রেমীরা। নাহ, সেই স্বপ্ন অধারাই রয়ে গেল। অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই 'লাপাতা লেডিজ'-এর। আর তাতে ভারতীয় সিনেপ্রেমীদের একটু মন খারাপ বৈকি। এমনকি 'পুতুল' ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটি নির্বাচিত হয়নি। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে একটি ভারতীয় ছবি। কী সেটা?
মঙ্গলবার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে প্রকাশিত তালিকায় লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় ছবি 'অনুজা'র। যে ছবিটির প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতারা। পোশাক শিল্পে শিশুশ্রমিক-কে বিষয়বস্তু করে তৈরি হয়েছে এই ছবি।
এবিষয়ে অস্কার অ্যাকাডেমির সদস্য উজ্জ্বল নির্গুদকর বলেন, ‘সুচিত্রা মাতাইয়ের লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম অনুজাকে এই বিভাগে ১৮০টি শর্ট ফিল্মের মধ্যে নির্বাচিত হতে দেখে আমি খুশি৷ গুনীত মঙ্গা এই ছবির একজন নির্বাহী প্রযোজক। ছবির স্টার কাস্টে অনেক ভারতীয় নাম রয়েছে, আর সেটাই প্রমাণ করে যে ভারতীয় প্রতিভারা বিশ্বব্যাপী স্বীকৃত।’
আরও পড়ুন-মিরাট থেকে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা, অবশেষে মুখ খুললেন কমেডিয়াল সুনীল পাল