বিবাহের মত পবিত্র সামাজিক বন্ধনের মাধ্যমে দু'জন মানুষ একে অপরকে জীবনসঙ্গী হিসেবে লাভ করে। আর এই বিবাহকে কেন্দ্র করে বর ও কনে উভয় পক্ষের আত্মীয় স্বজন, বন্ধবন্ধব, পরিচিত মহল একত্রিত হয়ে সাক্ষী থাকে শুভ মুহূর্তের। আনন্দ, গানবাজনা, হাসিতে মুখরিত হয়ে থাকে বিয়ের পরিবেশ। আমাদের প্রতিবেশি দেশ পাকিস্থানে থেকে একটি বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিরা একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একে অপরের সাথে মারামারি করতে দেখ যাচ্ছে। ভিডিয়োতে একে অপরের দিকে চেয়ার ছুঁড়তেও দেখা যাচ্ছে। এক্সে (পূর্বে টুইটার) শেয়ার হওয়া একটি ছয় মিনিটের ক্লিপে দেখা যাচ্ছে যে, সাদা তাঁবু দিয়ে তৈরি একটি প্যান্ডেলে পুরুষ এবং মহিলাদের জন্যে বসার আলাদা ব্যবস্থায় করা আছে। উপস্থিত অতিথিরা নিজেদের খাবার উপভোগ করছেন। ব্যাকগ্রাউন্ডে, জোরে গান বাজার শব্দও শোনা যাচ্ছে। এরপরই ভিডিয়োটি নাটকীয় মোড় নেয়। একজন লোক টেবিলের কাছে আসে এবং রেগে এক গেস্টের টুপি ছুঁড়ে ফেলে তারপর সপাটে তাঁর গালে থাপ্পড় মারে।এক ব্যক্তি তাঁর বিরিয়ানিতে পর্যাপ্ত মাটন না পাওয়ার কারণে রেগে গিয়ে হট্টগোল শুরু করেন। এখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখান থেকে বিষয়টিই প্রথমে বাকবিতণ্ডা, তারপর হাতাহাতি অবধি গড়ায়। বিয়ের অতিথিদের মধ্যে একপক্ষ কনে পক্ষের এবং অন্য পক্ষ বর পক্ষের প্রতিনিধিত্ব করতে থাকে। মারামারি এতটাই তীব্র হয় যে এই বিয়ের অনুষ্ঠানে একে অপরের দিকে চেয়ার, লাঠি এমনকি পাত্র ছুঁড়ে আক্রমণ করতে দেখ যায়। কিছু মহিলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল, কিন্তু আক্রমণকারীরা না থামা অবধি তাদের চেষ্টা বৃথা যায়। তবে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।যদিও কেন মারামারি হয়েছিল, তার স্পষ্ট কোনও কারণ নেই। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে যে, 'মামু তার বিরিয়ানিতে পর্যাপ্ত মাটনের টুকরো না পেয়ে ঝামেলা শুরু করে দেয়'। তবে সোশাল মিডিয়ায় দর্শকরা বেশ মজার ছলে ভিডিয়োটিকে গ্রহণ করছেন।