ওপার বাংলার পর 🌼এবার এপার বাংলার ছবিতಌে পরীমনি। এই কথা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন। ঢালিউডের পর টলিউডে কাজ করতে চলেছেন তিনি। এবার জানা গেল তাঁর সঙ্গে সেই ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। দেবরাজ সিনহা এই ছবিটির পরিচালনা করতে চলেছেন।
পরীমনির সঙ্গে একই ছবিতে মধুমিতা
দেবরাজ সিনহার ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমনি। এটাই এই বাংলায় তাঁর প্রথম ছবি হতে চলেছে বাংলাদেশের স্বনামধন্য এবং অন্যতম ব্যস্ত নায়িকার। কিন্𝔍তু টলিউডে এটা তাঁর প্রথম কাজ হলেও, এখানে কিন্তু সকলেই তাঁকে চেনে। তাঁর বিষয়ে, মূলত ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজ খবর রাখে। এবার পালা তাঁর অভিনয় চাক্ষুষ করার। তাঁরই এই প্রথম ছবিতে সঙ্গে থাকবেন মধুমিতা সরকার।
আরও পড়ুন: 'সব ব্যাঙ্গের জবাব...' CCL-এ বেঙ্গল টাইগার্স ⭕জিততেই উচ♌্ছ্বাসে ভাসছে গোটা টলিউড, কী বলছেন গৌরব-নবনীতারা?
আরও পড়ুন: খুনি খুঁজতে🌱 গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রহস্য-রোমাঞ্চ-মজায় মোড়া 'মার্ডার মুবারক' কেমন হ༺ল?
সোহম চক্রবর্তীকেও দেখা যাবে এ๊ই ছবিতে। পরীমনির বিপরীতে অভিনয় করবেন তিনি। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে।
দুই বাংলার ছবিতে দুই দেশের অভিনেতারা
তবে দেবরাজ সিনহার এই ছবিটি এমন ছবি নয় যেখানে দুই দেশের অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন। এর আগেও বাংলাদেশের একটি ছ🎶বিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে এসেছেন এপার বাংলার ইধিকা পাল। সেটাই তাঁর ডেবিউ ছবি ছিল। প্রিয়তমার হাত ধরে আত্মপ্রকাশ করেন তিনি বড় পর্দায়।
এরপর আসছে তুফান। এসভিএফের প্রযোজনায়, দুই বাংলার উদ্যোগে মুক্তি পাবে এই ছবি। এখানে বাংলাদেশের বিখ্যাত নায়ক শাকিব খানের বিপরীতে থাকবেন মিমি চক্রবর্তী। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দে🌠খা যাবে নাবিলাকে। 𓆉এছাড়া অতীতেও একাধিক বাংলাদেশি ছবিতে এপার বাংলার অভিনেতা, অভিনেত্রীরা কাজ করেছেন বা উল্টোটা। সিনেমা, শিল্পের হাত ধরেই যেন দুই বাংলার মানুষ, দর্শকদের আরও কাছাকাছি আনতে চাইছেন পরিচালক, প্রযোজকরা।