ইউভান আর ইয়ালিনি, সোশ্যাল মিডিয়ার দৌলতে রাজ-শুভশ্রীর দুই সন্তানকে এখন কে না চেনেন! প্রায়দিনই নেটপাড়ায় ভাইরাল হয় এই দুই খুদের ছবি ও ভিডিয়ো। অনেক সময় রাজ কিংবা শুভশ্রী নিজেরাই ছেলেমেয়েদের ভিডিয়ো পোস্ট করে থাকেন। কখনও আবার ফ্যানক্লাবের হাত ধরে ভাইরাল হয় তাঁদের নানা মুহূর্ত। বলিউডের তৈমুর কিংবা রাহা-র মতোই ইউভান-ইয়ালিনিও কিছু কম জনপ্রিয় নয়।
সম্প্রতি শুভশ্রীর ফ্যানক্লাবের ইনস্টাগ্রামে উঠে এল 'রাজ'পুত্র ইউভানের কিছু মুহূর্ত। যেগুলি কিনা রাজের হালিশহরের বাড়িতে তোলা। এই মুহূর্তে সেখানেই সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। সেখানেই রয়েছে ইউভান-ইয়ালিনি, রয়েছেন রাজের মা লীলা চক্রবর্তীও। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজের বাড়ির বিশাল উঠোন চত্ত্বরে সাইকেল চালাচ্ছে ইউভান। আর সেখানেই একটু দূরে রাখা সোফায় বসে রয়েছেন তাঁর ঠাকুমা অর্থাৎ রাজের মা লীলাদেবী। তিনি বসে বসে নাতির কাণ্ডকারখানা দেখছিলেন। এদিকে ইউভান যখন সাইকেল চালাচ্ছিল, তখন কোনও একজন কর্মীকে পিছন থেকে ইয়ালিনিকে কোলে নিয়েও যেতে দেখা যায়।