বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh: AI-এর সাহায্যে ডিপফেক ভিডিয়ো, পুলিশের দ্বারস্থ রণবীর, বললেন, ‘বন্ধুরা, ডিপফেক থেকে সাবধান’…
AI-এর যুগে ভুয়ো ভিডিয়োর ছড়াছড়ি। আর তারই জেরে সমস্যায় পড়ছেন বহু অভিনেতা। ভোটের আগে ডিপফেক ভিডিয়োর ছড়াছড়ি। স🍌ম্প্রতি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচারে আমির খান রণবীর সিংদের সওয়াল করতে শোনা যায়। কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল করেছে সেই ভিডিয়ো। এর বিরুদ্ধে আগেই প𝐆দক্ষেপ করেছিলেন আমির খান। এবার ডিপফেক ভিডিয়োর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন রণবীর।
এবিষয়ে রণবীরের মুখপাত্র সং꧟বাদ সংস্থা ANI-কে জানায়,'হ্যাঁ,আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি এবং মিঃ রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিও প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।'
আরও পড়ুন-দাদাগিরি, দিদি নং ওয়ান, সারেগামাপা-র শ্যুটিং সেটে আগুন,পুড়ে ছাই দুট🐻ি মেকআপ ভ্যান