একাধিক ভিডিয়োয় প্রাপ্তবয়স্ক অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে বিতর্কের মুখে বলিউডের 'শিশুশিল্পী' রিভা অরোরা। 'মণিকর্ণিকা', ⭕'ভরত', 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক', 'গুঞ্জন সাক্সেনা'র মতো একাধিক ছবিতে তার অ♛ভিনয় সারা। সম্প্রতি অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে একটি গানে তাকে দেখা যেতেই শুরু সমালোচনা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রিভার✃ বয়স বছর ১২-র বেশি নয়। হিসেব বলছে, করণ তার চেয়ে বয়সে ২৬ বছরের বড়। দু'জনের বয়সের বিস্তর ফারাক নিয়ে তাজ্জব দর্শক। নেটমাধ্যমেও তা নিয়ে চর্চা কম নয়। করণ তো বটেই, কটাক্ষ উড়ে এসেছে রিভার দিকেও।
এই বিতর্ক নিয়ে নিজের বক্তব্য রেখেছেন রিভার মা নিশা অরোরা। ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে তিনি লিখেছেন, 'নিজেকে সামলে রেখেছিলাম। কিন্তু আর না। আমার মেয়ের বয়স নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। বলা হয়, 🌄মিথ্যা খবর দ্রুত ছড়ায়। সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। আমি খুবই হতাশ। নেটমাধ্যমের নামী সব পেজে এই খবরটি দেওয়ার আগে একবার আমার কাছে সত্য🅠িটা যাচাই করে নেওয়া উচিত ছিল। আমার মেয়ে একজন অভিনেত্রী। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সে।'
সংবাদমাধ্যমকে রিভার মা জানিয়েছেন, ১৩ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাঁর কন্যা। অভিনেত্রী আপাতত দশম শ্ౠরেণীর ছাত্রী। মেয়ের সততা এবং নিষ্ঠারও প্রশংসা করেছেন তিনি।