‘মাথা এতটাই গরম হয়েছিল যে একবার এক অনুরাগীকে আমি ঘুষিই মেরে দিতাম’, সম্প্রতি এমনই এক ঘটনা অকপটে জনালেন কৌতুক অভিনেতা সতীশ শাহ। হ্যাঁ, কমেডি শো 'সারাভাই ভার্সেস সারাভাই' অভিনেতা সতীশ শাহর কথাই বলছিলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে ন✅িজের ক্ষোভ উগরে দিয়েছেন সতীশ।
ঠিক কী ঘটেছিল সেদিন, যেদিন অনুরাগীর গায়ে হাত তুলতে চেয়েছিলেন? কেন এতট✅া চটেছিলেন?
সম্প্রতি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে সতীশ শাহ বলেন, ‘লোকজন ভুলে যান, যে আমরা অভিনেতা হলেও মানুষ। এদেশে এটাই সমস্যা! একজন অভিনেতা যিনি অভিনয় করছেন তাঁকে সাধারণ মানুষ হিসাবে ভাবতে লোকজন ভুলে যান। সকলে আশা করেন, অভিনেতারা বুঝি সবসময়ই মজাদার মুডে থাকবেন। তাঁরাও বিভিন্ন কারণে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন, লোকজন সেটা ভুলে যা🌱ন।’
আর🦂ও পড়ুন-‘করিনা বড়ই অহংকারী’, খারাপ অভিজ্ঞতা জানালেন ইনফোসিস প্রতিষ্ঠাতা, সহমত সুজান খান
আরও পড়ুন-'২৫০ কোটি খরচে শেষ পর্যন্ত শাশুড✱়ি-বউমা সিরিয়াল বানালেন! আর রণবীর তো কার্টুন', বলছেন কঙ্গনা
আরও পড়ুন-'আমার নাম কর𒁏ে টাকা তুলতে কঠোর পরিশ্রম করছেন এই মহিলা', ছবি ও মেসেজ সহ সতর্ক করলেন সোনু ন♔িগম