আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে কেকেআর। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে সান রাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে ফাইনালের টিকিট পাকা করেছে শ্রেয়স আইয়ারের দল। অথচ আহমেদাবাদে ম্যাচ দেখতে গিয়ে বিপত্তি শাহরুখের! ভয়ঙ্কর গরমের প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন কিং খান। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ায় দেরি না করে ষাট ছুঁইছুঁই তারকাকে গতকাল (বুধবার) দুপুরবেলা তড়িঘড়ি আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। আরও পড়ুন-'এত ভালোবাসা ও প্রার্থনা...' হিট স্ট্রোকের প💮র কেমন আছেন শাহরুখ? কী জানালেন ম্যানেজার পূজা
শাহরুখের অসুস্থতার খবরে উদ্বেগে ঘুম ছুটেছিল ভক্তদের। তবে আপতত অনেকটাই স্বস্তিতে তাঁরা। বৃহস্পতিবার রাতে সপরিবারে মুম্বই ফিরলেন কিং খান। এদিন রাতে মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে পাপারাৎজিদেরღ ক্যামেরায় লেন্সবন্দি হল শাহরুখের গাড়ি ও আঁটসাট নিরাপত্তার ছবি, কারণ মুখ দেখাননি বাদশা।
হ্যাঁ! রাতের অন্ধকারেও বিরাট ছাতার নীচে মুখ ঢেকে কালো কাঁচ লাগানো গাড়িতে উঠলেন সুপারস্টার। কোনও ভাবেই ক্যামেরার সামনে এলেন না শাহরুখ খান। যা দেখে নানান মুনির নানা মত! কিং খান ভক্তরা লেখেন, ‘বাঁচা গেল! শাহরুখ সুস্থ আছে জেনেই খুশি’। কেউ কেউ আবার লেখেন, ‘এই অন্ধকারেও এমন কালো ছাতা ঢেকে ꦫগাড়িতে উঠবার অর্থ খুঁজ পেলাম না’।
এদিন শাহরুখের স🅘ঙ্গেই মুম্বই ফেরেন গৌরী খান, সুহানা খান, আব্রামরা। ছিলেন সুহানার চর্চিত প্রেমিক তথা অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও।
বুধবারই শাহরুখের হেলথ আপটেড দিয়ে তাঁদের আশ্বস্ত করেন কেকেআরেরಞ যৌথ মালকিন জুহি চাওয়ালা। বৃহস্পতিবার শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ফ্যানেদের উদ্দেশে জানান, 'মিস্টার খানের সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, তিনি ভালো আছেন। এত ভালবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।'
এখন লাখ টাকার প্রশ্ন, অসুস্থ শাহরুখ কি রবিবার আইপিএল ফাইনালে দলের সমর্থনে হাজির হবেন? গোটা সিজন জুড়ে কেকেআরের সবচেয়ে বড় চিয়ারলিডার হিসাবে থেকেছেন এসআরকে। নিউজ﷽ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জুহি জানান, শাহরুখ এখন অনেকটাই ভালো আছেন। সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে তাঁকে মাঠে দেখা যেতে পারে।
রবিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মহারণে কেকেআরের প্রতিদ্বন্দ্বী কে হতে চলেছেন তা জানা যাবে শুক্রবার। হায়দরাবাদ অথবা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন সুনীল নারায়ন, অ্য়ান্ড্রু রাসেলরা। নাইট শিবির চাঙ্গা আরও একটা আইপিএল ট্রফি কলকাতা নিয়🌼ে আসতে। শাহরুখ কি মাঠে হাজির থাকবেন ওই দিন? জবাবের অপেক্ষায় কেকেআর ভক্তরা।