'স্ত্রী ২'-এর বিরাট সাফল্য উদযাপনের জন্য একটি সাকসেস পার্টিরও আয়োজন করা হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। সেখানে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, পরিচালক অমর কৌশিক, দীনেশ ভিজান তাঁর স্ত্রী, রাজকু𒉰মার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা, কৃতি স্যানন, এবং অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়কে দেখা গিয়েছিল।
'স্ত্রী ২'-এর সাকসেস পার্টি
শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী ২' ১৫ ꧂অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুরুর দিনই দারুণ ব্যবসা করেছে এই ছবি, নির্মাতারা আশা করেছেন সপ্তাহান্তেও বেশ ভালো ব্যবসা করবে। প্রথম দিনেই বিরাট বানিজ্যিক সাফল্যের নিরিখে 'স্ত্রী ২' বলিউডের সেরা পাঁচে জায়গা করে, রেকর্ড নতুন গড়েছে। স্যাকনিল্ক অনুসারে, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ মুক্তির প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ৬০ কোটি টাকা সংগᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্রহ করেছে। ছবিটি বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় ৭৫ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। নির্মাতারা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটি ঘোষণাও করেছেন।
ছবির এই বিরাট সাফল্য উদযাপনের জন্য একটি সাকসেস পার্টিরও আয়োজন করা হয়েছ𓄧িল নির্মাতাদের পক্ষ থেকে। সেখানে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, পরিচালক অমর কৌশিক, দীনেশ ভিজান তাঁর𒁏 স্ত্রী, রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা, কৃতি স্যানন, এবং অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়কে দেখা গিয়েছিল। বান্দ্রার একটি রেস্তোরাঁয় এই উদযাপন হয়।
শ্রদ্ধা কাপুর🥂 এবং বরুণ ধাওয়ানকে একসঙ্গে আসতে দেখা গিয়েছিল। শ্রদ্ধার পরনে ছিল লাল রঙের একটি টপ, সঙ্গে নীল রঙের জিস।ꦯ পোশাকের সঙ্গে মানানসই একটি কাঁধে ঝোলানো ব্যাগ নিয়েছিলেন। তাঁর হাতের ধরা মোবাইলের কভারেও ছিল ‘স্ত্রী ২’-এর ঝলক। অন্যদিকে, বরুণ পরেছিলেন ডেনিম প্যান্টের সঙ্গে একটি আকাশী শার্ট। ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকায় করে তাঁরা এসেছিলেন।
কৃতি স্যানন
অন্যদিকে, কৃতি স্যাননকে দেখা গিয়েছিল বেইজ রঙের নুডল-স্ট্র্যাপ পোশাকে। পোশাকের রঙের সঙ্গে রংমিলান্তি করে জুতো পরেছিলেন অভিনেত্রী। হাতেও ছিল বেইজের উপর ও কালো রঙের কাজ করা হ্যান্ড ব্যাগ। সঙ্গে পরেছিলেন হালকা গয়না। সব মিলিয়ܫে অপরূপ লাগছিল অভিনেত্রীকে। অন্যদিকে, রাজকুমার রাওকে একটি নীল রঙের শার্✅টে দারুণ স্টাইলিশ লাগছিল, তাঁর স্ত্রী পত্রলেখা বেছে নিয়েছিলেন একটি কালো পোশাক।