'কল মি বে'-এর হাত ধরে ওটিটিতে প্রথম পা রাখতে চলেছে অনন্যা পান্ডে। নায়িকার অনুরাগীরাও তাঁর প্রথম সিরিজ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷ আর এর মাঝেই তাঁর ভক্তদের মধ্যে উৎসাহ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য নির্মাতা প্রকাশ্যে আনলেন সিরিজের নতুন প্রোমো ও মুক্তির দিনক্ষণ।
প্রোমোতে দেখা গিয়েছে অনন্যা পান্ডে একটি রকেটে বসে করণ জোহরের নাম করে ডেকে যাচ্ছেন। অন্যদিকে, করণ তাঁর সহকর্মীদের নির্দেশ দিতে ব্যস্ত। অনন্যার ডাকাডাকিতে পরিচালক তাঁর কাছে গেলে, করণকে নায়িকা বলেন, 'কী করছ তুমি?' করণ বলেন, 'তোমাকে লঞ্চ করার ব্যবস্থা করছি।' তখন অনন্যা বলেন, 'তুমি আমাকে আগেই তো লঞ্চ করেছ।' এরপর করণ তাঁর ছবির একটি ডায়লগের অনুকরণে বলতে শুরু করেন, ' আমরা একবার বাঁচি, একবার মরি, বিয়েও একবার করি, কিন্তু লঞ্চ তো বার বারই করা যায়, তাই না।' অবাক হয়ে নায়িকা জিজ্ঞাসা করেন 'কী?' এরপর স্বভাবচিত ভঙ্গিতে করণ বলেন, 'প্রিয় ওটা বলিউড লঞ্চ ছিল, এটা ওটিটি লঞ্চ।'
আরও পড়ুন: নিজের সিরিজের প্রযোজক এবার অনন্যা স্বয়ং? অভিনেত্রী পোস্ট ঘিরে শোরগোল
এরপর করণের এক সহকর্মী তাঁর থেকে জানতে চান তিনি কোথায় অনন্যাকে লঞ্চ করতে চান, করণ জানান 'অবশ্যই প্রাইম ভিডিয়ো'-এ। এই কথা শুনে বেশ খুশি হয়ে যান অভিনেত্রী। করণের থেকে জানতে চান, তিনি কোন চরিত্রে অভিনয় করবেন? করণ বলেন, 'একেবারে নতুন কিছু, যা তোমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে। এমন একটা রোল যা তুমি আগে কখন করনি।' এরপর অন্যনা আবদার করে বলেন, 'আমাকে গরীব একটি মেয়ের চরিত্রে দেখা যেতে পারে? মির্জাপুরের মতো।' এরপর করণ বলেন, 'হ্যাঁ একদম কাছাকাছি আন্দাজ করেছ চরিত্রটা। একজন সাউথ দিল্লির ধনী পরিবারের মেয়ে।' তখন মুখ বেজার করে অনন্যা বলেন, 'আমি ইতিমধ্যেই আদুরে রাজকুমারী টাইপ চরিত্র করে ফেলেছি। এটা আমার জন্য কীভাবে চ্যালেঞ্জিং হবে?'
আরও পড়ুন: ভিকিকে 'তৌবা তৌবা' গানে নাচতে দেখে ক্ষেপে লাল স্যাম মানেকশের মেয়ে
করণ তখন ওঁকে আশ্বস্ত করে বলেন, 'এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ধনী পরিবারের মেয়েটা সব হারিয়ে মুম্বইতে এসেছে। জীবন যুদ্ধে লড়াই করতে, ঠিক এই শহরে আসা আর পাঁচজন ছেলে-মেয়েরা যে লড়াইটা করে সেরকম।' এটা শুনে বিস্ময়ে অনন্যা বলেন,' একটা মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য যে লড়াই চালায় সে রকম! এটা সত্যি আমার জন্য একদম নতুন হতে চলেছে।' করণ বলেন, হ্যাঁ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী জানো? তোমাকে কাজ খুঁজতে হবে, নতুন বন্ধু খুঁজতে হবে এই নতুন শহরে, এবং তার থেকেও বড় ব্যাপার হল এমন একটা অটো খুঁজতে হবে যে 'UPI'-এর মাধ্যমে টাকা নেয়। শুনে বেশ ভয় পেয়ে যান অভিনেত্রী।
তারপর করণ বলেন, 'চল খোঁজা শুরু করা যাক, শুরু হোক 'কল মি বে'। এরপর রকেট উড়ে যায় অনন্যাকে নিয়ে(কমিক্সের ভঙ্গিতে অ্যানিমেনটা করা হয়েছে), সে উড়ে এসে পড়ে 'কল মি বে'-এ সেটে। একেবারে অন্য সাজে, নানা কাজ করতে শুরু করে। তারপর কী হল? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? তাঁর জন্য তো অপেক্ষা করতে হবে ৬ সেপ্টেম্বরের, কারণ ওই দিন ‘অ্যামাজন প্রাইম’-এ মুক্তি পাচ্ছে অনন্যার প্রথম সিরিজ 'কল মি বে'।