মুক্তি পেল সিংঘম এগেন ছবির ঝলক। প্রায় ৫ মিনিটের ট্রেলারে মোটামুটি গোটা ছবির ইঙ্গিত তুলে ধরা হয়েছে। এবারের দীপাবলিতে রামায়ণের কায়দায় যে রোহিত শেট্টির 🐈কপ ইউনিভার্স কেস সলভ করবে সেটা স্পষ্ট। ধুন্ধুমার অ্যাকশন করবেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, প্রমুখ।
আরও পড়ুন: দেবীর আগমন আর জয়নগরের বালিকার বিদায়.... ডিজিটাল আর্টে মর্মস্পর্শী ছবি ফুটඣে উঠতেই ভাইরাল
প্রকাশ্যে এল সিংঘম এগেনের ঝলক
সিংঘম এগেন ছবিটির ঝলকের প্রথমেই দেখা যায় করিনা কাপুর রাম সীতার গল্প বলছেন যা তাঁদের ছেলের মোটেই বিশ্বাস করেন না। উল্টে বাবা বাজিরাওꦏ সিংঘম ওরফে অজয় দেবগনকে জিজ্ঞেস করেন যে তিনি কি মাকে কেউ অপহরণ করল꧟ে তিনি উদ্ধার করবেন কিনা। আর সেই শুরু হয় গল্প। রাম হিসেবে ধরা দেন অজয়। লক্ষ্মণ হিসেবে আসেন আরেক পুলিশ অফিসার টাইগার শ্রফ। হনুমান হিসেবে দেখা মিলবে রণবীর সিংয়ের। জটায়ু হিসেবে থাকবেন অক্ষয় কুমার। আর রাবণ? অর্জুন কাপুর এই চরিত্রে ধরা দেবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন সিআইডির দয়া।
আরও পড়ুন: 'ღওর কাছে বায়না করেছি...' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত, যশের কা꧟ছে আবদার করে কী চাইলেন?
গো🍃টা ট্রেলার জুড়ে রামায়ণের মিল টানার পাশাপাশি ধরা পড়ল ধুন্ধুমার অ্যাকশন। হেলিকপ্টার, গাড়ি অ্যাক্সিডেন্ট, ব্লাস্ট, ইত্যাদির দৃশ্য। সবটা মিলিয়েই সিংঘম এগেনের টিজার যে মুক্তি পেতে না পেতেই দর্শকদের নজর কেড়েছে বলার অপেক্ষা রাখে না। তুমুল প্রশংসা পেয়েছে এꦡটি। দর্শকরা জানিয়েছেন তাঁরা অপেক্ষা করে আছেন ছবিটির জন্য।
সিংঘম এগেন প্রসঙ্গে
আগামী ১ নভেম্বর দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি। পরিচালনা করেছেন রোহিত শেট্টি। মুখ্য ভূমিকায় থাকব👍েন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ। রোহিত শেট্টি পিকচার্জ এবং দেবগন ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে।
আরও পড়ুন: 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, 'ভুল𓂃 জায়গায় জেগে উঠেছ...'