২০২৫ সালের ১০ জানুয়ারি সারা বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘গেম চেঞ্জার’। রামচরণ এবং কিয়ারা আডবানি অভিনীত এই সিনেমাটির গান আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। তবে এরই মধ্যে সিনেমার একটি গানের টিজার মুক্তি পেয়েছে ইউটিউবে। গানটি মোটামুটি মানুষের পছন্দ হলেও অভিনেত্রী পোশাক দেখে বেজায় অসন্তুষ্ট হযꦗ়েছেন দর্শকরা।
‘আর আর আর’ সিনেমার অসাধারণ সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা ꩵকরেছিলেন রামচরণ। অভিনীত আগামী সিনেমার জন্য। তবে ২০২৪ সালে রামচরন দর্শকদের কোনও সিনেমা উপহার না দিলেও ২০২৫ সালের গোড়ার দিকেই কিয়ারা আডবানির সঙ্গে জুটি বেঁধে একটি নতুন সিনেমা আনতে চলেছেন রামচরণ।
আরও পড়ুন: ঠিক যেন কভি খুশি কভি গমের কাজল!🅷 জেহর স্কুলের অনুষ꧋্ঠানে গিয়ে কী কাণ্ড ঘটালেন করিনা?
‘গেম চেঞ্জার’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ ভালোই উত্তেজনা রয়েছে। তবে এই উত্তেজনা কতটা বজায় থাকবে তা বলা মুশকিল কারণ ইতিমধ্যেই সিনেমাটির একটি গানের টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় যা খুব একটা ভালো লাগেনি দর্শকদের। ধোপ নামক এই গানে কিয়ারার ড্রেসিং স্ট🌟াইল একেবারেই পছন্দ হয়নি মানুষের।

১৯ সেকেন্ডের গানের ভিডিযᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ়োয় দেখা যাচ্ছে, কিয়ারা পরে রয়েছেন একটি লাল লেটেক্স কো- অর্ড সেট। উর্ধাঙ্গে রয়েছে শর্ট টপ, সঙ্গে লাল রংয়ের ফুল প্যান্ট।পায়ে রয়েছে লাল চকচকে বু🔯ট। দুদিকে দুটি পনিটেল বেঁধেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই গেট আপ দেখে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন দর্শকরা।
ইন্টারনেটে গানের টিজার ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। একজন লিখেছেন, দয়া করে কিয়ারাকে কেউ বাঁচান। অন্য একজন লিখেছেন, এই স্টাইলটা ভীষণ মজার ল෴েগেছে। তৃতীয় জন লিখেছেন, কিয়ারা এটা কি করছে? আমার ভীষণ খারাপ লাগল। চতুর্থ ইউজার লিখেছেন, আশা করি ভবিষ্যতে এই ধরনের ছবি আপনি করবেন না। আবার একজন লিখেছেন, এটা ভীষণ⛄ বিরক্তিকর এবং বিব্রতকর।
আরও পড়ুন: শূন্য থেকে শুরু, বক্স অফিস পরিসংখ্যান নিয়ে কী মন্তব🐲্য বিধু বিনোদ চোপড়ার?
তবে এত কিছুর মধ্যেও অনেকেই ‘গেম চেঞ্জার’ সিনেমাটির জন্য অপেক্ষা করছেন। বড় পর্দায় কিয়ারা এবং রামচরণের কেমিܫস্ট্রি কতটা কাজ করবে, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, ইতিমধ্যেই রণবীর সিং এবং কিয়ারা অভিনীত ‘ডন থ্রি’ সিনেমার ঝলক দেখেও দর্শকরা কিয়ারার উদ্দেশ্যে বলেছিলেন, আপনি যদি নিজেকে কৃতি, আলিয়া এবং ♏শ্রদ্ধার সমসাময়িক দেখতে চান তাহলে একই রকম চরিত্রে অভিনয় করা বন্ধ করুন।