ছেলেমেয়েদের ছোট ছোট সাফল্যই যেন বাবা-মায়ের কাছে বড় সাফল্য হয়ে দাঁড়ায়। যখন একটি শিশু ছোট্টবেলায় সমস্ত ভয়কে পেছনে ফেলে গ্যালারি ভর্তি মানুষের সামনে নাচ বা গান করে, সেটাই একজন বাবা বা মায়ের কাছে ভীষণ আনন্দের হয়। এই আনন্দই সম্প্রতি দেখা গেল করিনা কাপুর খানের চোখে মুখে, য🃏খন ছোট্ট জেহ প্রথম পারফর্ম করল 🥂স্কুল অনুষ্ঠানে।
সোশ্যাল মিডিয়ায় জেহ-র পারফরম্যান্সের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে আরও একটি জিনিস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হল করিনা🍎 কাপ💫ুর খানের ছেলেকে অনুপ্রাণিত করার দৃশ্য। এদিন ছোট ছেলের পারফরম্যান্স দেখতে স্বামী এবং বড় ছেলে তৈমুরকে নিয়ে স্কুলে উপস্থিত হয়েছিলেন করিনা। অন্য বাবা-মায়ের মতো তিনিও বসেছিলেন দর্শক আসনে।
আরও পড়ুন: শূন্য থেকে শুরু, বক্স অফিস প๊রিসংখ্যান নিয়ে কী মন্তব্য বিধু বিনোদ চোপড়ার?
জেহকে হাত-পা নাড়িয়ে পারফর্ম করতে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন করিনা। হাত নাড়িয়ে ছেলেকে অনুপ্রাণিত করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সকলে ‘কভি খুশি কভি গম’ সিনেমার একটি দৃশ্যের কথা স্মরণ করেছেন যেখানে কাজল ছেলেকে ঠিক এই ভাব🌊েই অনুপ্রাণিত করেছি🍷লেন যখন ছেলে স্কুলের একটি অনুষ্ঠানে গান গাইছিল।
ভিডিয়োটি দেখে এক R🌄eddit ব্যবহারকারী লিখেছেন, আমার হঠাৎ করেই অঞ্জলির কথা মনে পড়ে গেল। অন্য একজন লিখেছেন, রিল এবং রিয়েল মিলেমিশে যখন একাকার হয়ে যায়। তৃতীয় জন লিখেছেন, আক্ষরিক অর্থেই করিনা একজন আদর্শ মা, ছেলেকে ঠিক এইভাবেই অনুপ্রাণিত করুন। চতুর্থ জন লিখেছেন, এই ভিডিয়ো দেখার পর আমার মা হওয়ার ইচ্ছা হচ্ছে।
আরও পড়ুন: হাউজফুল খাদানের মধ্যরাতের শো! দুর্দান্ত ওপেনিং পেয়েও ꦓদর্শকদের কাছে কী অনুরোধ করলেন দেব?
আরও পড়ুন: প্রাক্তন স্বামী আরবাজ থেকে শাশুড়ি,গোটা খান পඣরিবার হাজির মালাইকার রেস্তরাঁয়
প্রসঙ্গত, করিনা কাপুর খান তাঁর বই ‘প্রেগনেন্সি বাইবেল’-এ লিখেছিলেন, তিনি যেমন একজন ভালো অভিনেত্রী হতে চান ঠিক তেমনি একজন ভালো মাও হতে চান। মা হওয়ার আগে তিনি এই বিষয়ে শর্মিলা ঠাকুরের সঙ্গেও পরামর্শ করেছিলেন। শর্মিলা ঠাকুর করিনাকে বলেছিলেন, যে সি꧋দ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নেওয়া হয়। সবার সাপোর্ট ছিল বলেই আমি দু'বার মা হতে পেরেছি এবং নিজের ক্যারিয়ারও সামলাতে পেরেছি।