আবারও পর্দায়🐼 ফিরতে চলেছেন সোনালি বেন্দ্রে। আগামীতে তাঁকে নিউজরুম ড্রামা সিরিজ দ্য ব্রোকেন নিউজে দেখা যাবে তাঁকে। আগামী মে মাস থেকে দেখা যাবে এই সিরিজটি। জি ফাইভে আসছে এই সিরিজ। আর ঠিক তার আগেই নিজের অসুস্থতা, ক্যানসারের চিকিৎসা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ক্যানসার নিয়ে কী জানালেন সোনালি?
হিউম্যান্স অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনালি জানান তিনি যখন প্রথমবার জানতে পারেন যে তাঁর শরীরে মারণ কর্কট রোগ থাবা বসিয়েছে তখন কী অন♓ুভূতি হয়েছিল তাঁর। অভিনেত্রীর কথায়, ‘আমি যখন জানতে পারি যে আমার ক্যানসার হয়েছে আমার প্রথম ভাবনাই ছিল যে আমিই কেন? আমি ঘুমের মধ্যে চমকে চমকে উঠতাম আর ভাবতাম এটা বুঝি দুঃস্বপ্ন কোনও। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এটা আমার সঙ্গে হতে পারে। কিন্তু তারপরই আমি আমার ভাবনা বদলাতে থাকি, ꧃নিজের মধ্যে বদল আনতে থাকি।’
তি✅নি আরও বলেন, 'আমিই কেন জিজ্ঞেস করার বদলে ভাবতে শুরু করি আমি নই কেন? আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল যে এই রোগটা আমার বোন বা ছেলের হয়নি। আমি অনুভব করতে পারি যে আমার সেই সহ্য ক্ষমতা আছে যন্ত্রণা সওয়ার জন্য। আমার সা꧟মর্থ আছে সেরা হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর। আর তখন থেকেই আমি দ্রুত সেরে উঠতে থাকি।'
কী হয়েছিল সোনালির?
২০১৮ সালে মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে সোনালি বেন্দ্রের। ২০২১ সালে তিনি ক্যানসার মুক্ত হন। নিউ ইয়র্কে তাঁর চিকিৎসা চলেছিল🍌। সুস্থ হওয়ার পর থেকে তিনি ক্যানসার নিয়ে সচেতনতা ছড়ানোর কাজ করছেন।