বৃহস্পতিবার ভোররাতে আচমকাই সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বাড়িতে এক আততায়ী ঢুকে পড়ে। জানা গিয়েছে, অভিনেতার সঙ্গে হাতাহাতি হওয়ার সময় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে সেই ব্যক্তি। এবার প্রকাশ্যে এল আরও এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে জেহকে নাকি বন্দি বানাতে চেয়েছিল সেই ব্যক্তি।
আরও পড়ুন: ‘আমাদের নিরাপত্তার স্বার্থে অকারণ জল্পনা বন্ধ করুন’, সইফের হামলা নিয়ে মুখ খুললেন করিনা
আরও পড়ুন: সইফের বাড়ি না জেনেই সেখানে ঢুকে পড়েন আততায়ী! কোথা দিয়ে প্রবেশ করে, কী কী জানা গেল তদন্তে?
কী জানা গিয়েছে?
পুলিশের তরফে এদিন এনডিটিভিকে জানানো হয়েছে সইফ আলি খানের বাড়ির এক পরিচারিকা যিনি জেহের দেখভাল করেন, তিনি জানিয়েছেন হাতে ধারাল অস্ত্র নিয়েই সেই আততায়ী প্রথমে সইফের চার বছর বয়সী ছোট ছেলের ঘরে ঢুকেছিল।
সেই ব্যক্তির সঙ্গে হাতাহাতিতে ওই নার্স, সইফ আলি খান নিজে এবং তাঁর বাড়ির আরেক স্টাফ আহত হন। সইফ আলি খানকে ছুরি দিয়ে ৬ বার আঘাত করেন সেই ব্যক্তি। তাতেই তাঁর শিরদাঁড়ার কাছে আঘাত লাগে। এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। জানা গিয়েছে সেই ব্যক্তি নাকি জেহকে আটক করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।