বাগদনা সারলেন ‘বেহুলা লখিন্দর’ সিরিয়ালের লখিন্দর অর্কজ্যোতি পাল চৌধুরী। বর্তমানে জি বাংলার 'আনন্🐬দী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্কজ্যোতি। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন।
দেখা গেল, অর্কজ্য🐟োতির বাদনানে হাজির হয়েছিলেন শ্রীমা ভট্টাচার্য, ঋত্বিক মুখো🍎পাধ্যায়, প্রত্যুষা পালরা। খুব কাছের কিছু বন্ধু আর আত্মীয়দের নিয়েই একে-অপরকে আংটি পরালেন ভালোবাসায় মুড়ে থাকা দুটি মানুষ।
আরও পড়ুন: ‘এসব একদম ভালো না൩…!’ কেন সারেগামাপ🌼া-র গ্র্যান্ড ফাইনালে বিজেতা অতনু মিশ্রকে একথা বলেন আদনান সামি
২০১০-এ স্টার জলসায় শুরু হয় 'বে♈হুলা'। সেই ধারাবাহিক দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন অর্কজ্যোতি। বর্তমানে তাঁকে আনন্দী ছাড়াও দেখা যাচ্ছে সান বাংলার 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ধারাবাহিকে। তাঁর চরিত্রে নাম ‘রেয়ান’। নেতিবাচক চরিত্রেই দেখা যাচ্ছে তাঁকে।

শ্রীমা ইনস্টাগ্রামে এনগেজমেন্ট পার্টির বেশ কিছু ছবি শেয়ার করে লিখলেন, ‘ভালোবাসা তার পথ খুঁজে নেয়… আমার প্রাক্তন হিরোকে শুভেচ্ছা তার রি👍য়েল লাইফ হিরোইন খুঁজে পাওয়ার জন্য। আর বাগদানের জন্য। ভালোবাসা, শুভচ্ছা আর আশীর্বাদ একসঙ্গে একটা খুব সুন্দর ভবিষ্যতের জন্য।’
আরও পড়ুন: সরল-মিষ্টি হাসির ছꦑেলেটি এখন নামি নায়ক, কাঁপাচ্ছেন টলি-বলি, জুনেই বাবা হবে𝓡ন, পারলেন চিনতে?
অর্কজ্যোতি নিজের ও হবুও স্ত্রীর একটি ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে গাড়ির ভিতর হাতে হাত রেখে দেখা গেল দুজনকে। সাদা ব্লেজার, শার্ট ও ট্রাউজারে সেজেছি🐎লেন অর্কজ্যোতি। আর কনের গায়ে ছিল সোনালি রঙের জর্জেটের শাড়ি। তা কাকে বিয়ে করলেন অভিনেতা?
সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মেরে দেখা গেল, ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদিব্যজ্যোতির পাত্রী হলেন দেবশ্রী পাল। ফেসবুক ও ইনস্টাগ্রাম বায়ো বলছে, তিনি টলিউডে অভিনয়ের পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। অন্তরালে, মায়াজালের খেলা-র মতো সিনেমায় কাজ করেছেন তিনি।