খ্যাতনামা সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের চুমুকাণ্ড ভাইরাল। ঘটনা ঘিরে অনেকেই তীব্র নিন্দা করেছেন। এমনকি মহিলা অনুরাগীকে চুমু খাওয়ার পর বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীর একাধিক চুমুর ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে কখনও তাঁকে শ্রেয়া ঘোষালকে, কখ🦹নও আবার অলকা ইয়াগনিককে আচকা এসে চুমু খেতে দেখা গিয়েছে। যাতে অপ্রস্তুতও হয়েছেন অলকা ও শ্রেয়ারা।
এদিকে তরুণী অনুরাগীকে ভাইরাল🍌 চুমু নিয়ে নিন্দার ঝড় উঠতে অবশেষে ঘটনায় মুখ খুললেন উদিত নারায়ণ। বলিউড হাঙ্গামাকে দেওয়𝓡া এক সাক্ষাৎকারে নিজের কৃতকর্ম নিয়ে সাফাই গেয়েছেন গায়ক উদিত নারায়ণ।
ঠিক কী বলেছেন উদিত?
উদিত যা বলেছিলেন
‘জীবনের এই পর্যায়ে এসে আমি কেন এমন কিছু করব! যেখান আমি এতকিছু অর্জন করেছি? অনুরাগী ও আমাদের মধ্যে গভীর খাঁটি ও অটুট বন্ধন রয়েছে। যে ভিডিয়োটি স্ক্যান্ডাল বলা হไচ্ছে, আপনারা যা দেখছেন সেটা আমার ও আমার অনুরাগীর মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। ওঁরা আমাকে ভালোবাসে। আমি ওদের আরও বেশি ভালোবাসা ফিরিয়ে দি।’
উদিত নারায়ণ আরও বলেন, ‘আপনারা আমার গলায় কি কোনও দুঃখ কিংবা অনুশোচনা দেখেছেন! আমি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দিব্যি হাসছি। কারণ, এটা কোনও ফালতু বা গোপন বিষয় নয়। আর এটা তো জনসমক্ষেই ঘটেছে। আমার হৃদয় পবিত্র। কেউ যদি আমার বিশুদ্ধ স্নেহের মধ্যে নোংরা কিছু দেখ🉐তে চান, তাহলে তাঁদের জন্য আমার দুঃখ হয়। আর আমি তাঁদেরও ধন্যবাদ জানাতে চাই। কারণ এই ভিডিয়ো ভাইরাꦓল করে ওঁরা আমাকে আগের থেকেও বেশি বিখ্যাত করে তুলেছেন।’
এর আগে উদিত🔯 নারায়ণ বলেন, এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য অসৎ উদ্দেশ্য রয়েছে। আর এটা ঘটেছে গায়কের যুক্তরাষ্ট্র-কানাডা কনসার্ট সফরের বেশ কয়েক মাস পরে। আর যাঁরা এই ভিডিয়ো ভাইরাল করেছেন তাঁদের উদ্দেশ্যে শিল্পীর বার্তা ছিল যে যতই চেষ্টা করুন কেউই তাঁকে টেনে নিচে নামাতে পারবেন না। উদিত নারায়ণের দাবি ছিল, প্রয়াত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর তাঁকে তাঁর প্রজন্মের প্রিয় সহ-শিল্পী মনে করতেন। বলেন, তাঁর কাছে ‘মাতা সরস্বতীর আশীর্বাদ’ রয়েছে তাই অন্যরা তাঁকে বেশি সফল হতে দেখতে পারছেন না, ‘সহ্য করতে পারছেন না’।
বিতর্ক
ভাইরাল ভিডিওতে, উদিত নারায়ণকে মহিলা অনুরাগীদের চুম্বন করতে দেখা যায়। সেসময় তিনি মঞ্চে উঠে ♊তাঁর গাওয়া জনপ্রিয় ১৯৯০ এর দশকের জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’ গাইছিলেন। দেখা যাচ্ছে, মহিলা অনুরাগীদের মঞ্চের কাছে পৌঁছনোর অনুমতি দেন নিরাপত্তারক্ষী। তাঁরা সেলফি তুলতে এলে তাঁদের গালে পাল্টা চুমু দিতে থাকেন গায়। এরপরে এক মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন তিনি। আর তাতেই তৈরি হয় বিতর্ক।