গত শুক্রবার, ২৫ নভেম্বর বরুণ ধাওয়ানের নতুন 🅠ছবি ভেড়িয়া মুক্তি পেল বড়পর্দায়। ছবিটি প্রথমদিন মোটামুটি ব্যবসা করলেও, শনি-রবিবার মোটের উপ🌄র ভালোই ব্যবসা করে। ভালো রিভিউও পায়। কিন্তু সোমবার বক্স অফিস কালেকশনে পতন দেখা যায় এই ছবির। তবে, এই ছবিতে বরুণের অভিনয় সকলের নজর কেড়েছে। নেকড়ের কামড়ের পর একটি ছেলে কী করে নেকড়েতে পরিণত হয় সেই নিয়েই এই গল্প। আর সেই গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ।
কিছু বছর আগে পর্যন্ত বরুণকে তাঁর ওভারঅ্যাক্টিংয়ের জন্য ট্রোল করা হতো। যদিও তখনও তিনি বেশ কিছু সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু ওভারঅ্যাক্টিং করার জন্য তাঁকে বার൲বার সমালোচনার মুখে পড়তে হতো। একবার আরবাজ খানের সঙ্গে কথোপকথনের সময় তিনি এই সমস্ত সমালোচনার বিরুদ্ধে দারুন একটি উত্তর দিয়েছিলেন। কী বলেছিলেন অভিনেতা?
২০১৯ সালে আরবাজ খানের চ্যাট শো পিঞ্চে এসেছিলেন বরুণ। সেখানে আরবাজ যখন তাঁকে প্রশ্ন করেন যে তিনি কি জানেন ওভারঅ্যাক্টিং এর জন্য হামেশাই তাঁর সমালোচনা করা হয়? এর উত্তরে অভিনেতা বলেন, 'অভিনয়টা পারি তাই বেশি করে ফেলি, এখন 🐬অভিনয় না পারলে তো আর করতে পারতাম না। বেশি না কম অভিনয় করি সেটা তো ছবির উপর নির্ভর করে, কিন্তু আমার একটু ওভারঅ্যাক্টিং করতে মজা লাগে। আমি খুব মজা পাই।' একই সঙ্গে তিনি জানান, 'আমাকে ঘৃনা করতে গেলে, সমালোচনা করতে গেলে আপনাকে কিন্তু আগে আমার ছবি দেখতে হবে। সেটা কিন্তু ভুলে যাবেন না। আমার ছবির টিকিট অবশ্যই কাটবেন, তারপর হল♈ে গিয়ে ছবি দেখে সিদ্ধান্ত নেবেন যে আমায় ঘৃনা করবেন কিনা।'
অনেকেই তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। সম্প্রতি একজন রেডইটে এই ভিডিয়ো ক্লিপটি পোস্ট করেছꦬেন। সেখানে এক ব্যক্তি কমেন্ট করেন, তিনি লেখেন, 'বরুণ এটা অত্যন্ত ভুল বলেছেন। তাঁর বিনয়ী মনোভাব রাখা উচিত ছিল সমালোচকদের প্রতি।' আরেকজন লেখেন, 'যাঁরা তাঁর সমালোচনা করেন, এবং বলেন যে তিনি ওভারঅ্যাক্টিং করেন তাঁরা সবাই যে তাঁকে ঘৃনা করেন এমনটা কিꦜন্তু নয়।' আরেক ব্যক্তির মতে, 'তাঁর অভিনয় ওভারঅ্যাক্টিং লাগছে কিনা সেটা কেবল দর্শকদের মত। এটার সঙ্গে ঘৃনা, ইত্যাদির কোনও যোগ নেই। আর উনি যে এক্সকিউজ দিয়েছেন সেটা অত্যন্ত খারাপ।'
তবে যে এই পোস্টে ক𒊎েবল খারাপ মতামত এসেছে এমনটা নয়, অনেকেই জানিয়েছেন যে অভিনেতা ভেড়িয়া ছবিতে বেশ ভালো অভিনয় করেছেন।