বিরাট কোহলি ও অনুুষ্কা শর্মা ক্রিকেট ও বলিউড দুই মহলেই অন্যতম চর্চিত দম্পতি। দু'জনেই কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। স্টেডিয়াম থেকে মাঠে থাকা বিরাটকে প্রায়ই উৎসাহ দিতে দেখা যায় অনুষ🅷্কাকে। আবার একই সঙ্গে বিরাটও তাঁকে ভালোবাসা জানানোর সুযোগ হাতছাড়া করেন না। তবেღ অতি সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌরের ছবিতে লাইক দিয়ে চর্চায় রয়েছেন বিরাট কোহলি। যদিও পরে এক পোস্টের মাধ্যমে ক্রিকেটার স্পষ্ট করে দেন, অবনীতের ছবি তাঁর পছন্দ হয়নি, ইনস্টাগ্রামের অ্যালগরিদমের কারণেই ছবিটি লাইক হয়ে গিয়েছে।
যদিও আবার সাম্প্রতিক একটি ভিডিয়োতে বিরাটের বাড়িয়ে দেওয়া হাত না ধরে, তাঁকে এড়িয়ে অনুষ্কাকে এড়িয়ে যেতে দেখা যায়। আর তাতেই জল্পনা ছড়ায় যে বিরুষ্কা সুখের স্বর্গে হয়ত ভ🐻াঙন ধরেছে।
এদিকে এই পরিস্থিতিতে ন🍬েটদুনিয়ার হাত ধরে ফের সামনে এল বিরাট ক🐲োহলি ও আনুষ্কা শর্মার নতুন একটি ভিডিও। যেখানে দুজনকেই কোনও এক রেস্তোরাঁ বাইরে দেখা গিয়েছে।
কী আছে সেই ভিডিয়োতে?
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এই ভিডিও টুইটারে শেয়ার করা হয়েছে। যিনি শেয়ার করেছেন তিনি ক্যাপশানে লেখেন, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মা আজ মুম্বইয়ে একসঙ্গে’। ভিডিয়ো💎তে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, দুজনকেই একসঙ্গে মুম্বইয়ের একটি রেস্তোরাঁ বাইরে দেখা গিয়েছে। রেস্তোরাঁ থেকে বের হয়ে দুজনেই একটি বড় আকারের ছাতার নিচে লুকিয়ে পড়েন, যাতে কেউ তাঁদের কেউ দেখতে না পান। আর এই ভিডিয়ো দেখেই অনেকে প্রশ্ন তুলেছেন, এসব কী হচ্ছে?
ভিডিয়োতে অনুষ্কাকে সাদা রঙের প্লেইন টি-শার্টের সঙ্গে ট্রাউজার পরে থাকতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে তাঁর চোখে ছিল রোদ চশমা। বিরাটের পরন🔯ে ছিল কালো টি-শার্ট ও সাদা জিন্স। এদিন দুজনকেই বেশ গম্ভীর দেখাচ্ছিল। দুজনকে এভাবে চুপচুপ, গম্ভীর দেখে কিছুটা হলেও উদ্বিগ্ন অনুরাগীরা। অনেকেই ভিডিয়োর কমেন্ট সেকশনে লিখেছেন, ‘সব🤡 ঠিক আছে তো?’
আর এক নেটিজেন কমেন্টে লিখেছেন, 'কিং কোহলি'। কেউ লিখেছেন, ‘এই যুদ্ধের সময় বিরুষ্কাকে একসঙ্গে দেখে আমার মনটা একটু হালকা হয়ে হল... যাক শান্তি।’🎃 কেউ আবার অনুষ্কাকে অনুরোধ করে লিখেছেꦛন, 'বৌদি দয়া করে বিরাট ভাইকে বুঝিয়ে বলুন, টেস্ট থেকে উনি যেন অবসর না নেন। এইরকম আরও অনেক মন্তব্য উঠে এসেছে এই ভিডিওতে। বেশিরভাগ নেটেজেনই বিরাট থেকে অবসর না নেওয়ার অনুরোধ করেছেন।
প্রসঙ্গত, বিরাট অনুষ্কাকে নিয়ে চর্চার মাঝেই ১০ মে অর্থাৎ শনিবার শোনা যাচ্ছিল রোহিত শর্মার পর বির꧋াট কোহলিও নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য মনস্থির করে ফেলেছেন🏅। এই খবর শুনে মন ভেঙেছে অনুরাগীদের।