দুজন একসঙ্গে কেদারনাথ যাওয়ার পর সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার, যিনি কিনা একজন রাজনীতিবিদ।
সারার সঙ্গে কে এই মিস্ট্রি ম্যান?
নাম তাঁর সারা আলি খান। নাহ, শুধুই সইফ কন্যা হিসাবে নয়, ইতিমধ্যেই অভিনেত্রী হিসাবেও নিজের যথেষ্ঠ পরিচিতি তৈরি করে ফেলেছেন সারা। আর এর সঙ্গেই বেড়েছে সারার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। জীবনে একাধিক জনের সঙ্গে জড়িয়েছে সারা আলি খানের নাম।
এদিকে আজকাল প্রায়ই কেদারনাথের মন্দিরে পৌঁছে যাচ্ছেন সারা আলি খান। কখনও একাই গিয়েছেন, কখনও আবার তাঁর এই সফরের সঙ্গী হয়েছেন জাহ্নবী কাপুর, কিংবা অন্যকোনও বন্ধু। সারার প্রথম ছবি শ্য়ুটিং হয়েছিল কেদারনাথে। ছবির নামও ছিল 'কেদারনাথ'। তারপর থেকেই এই জায়গাটির সঙ্গে নিজের বিশেষ আধ্যাত্মিক সংযোগের কথা বলেছেন সইফ-অমৃতা কন্যা। সম্প্রতি সারার কেদারনাথ সফরের সঙ্গী ছিলেন অর্জুন প্রতাপ বাজওয়া। যিনি মডেল হিসাবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে রাজনীতিতেও নাম লিখিয়েছেন।
সারা-অর্জুন
বুধবার 'জয় শ্রী কেদার' ক্যাপশানে মন্দিকিনীর প্রবাহ, আরতি দুধ-সাদা মেঘের ছবি দিয়েছেন সারা। এদিকে কেদারনাথ থেকে একই ছবি পোস্ট করেছেন অর্জুন বাজওয়া। যদিও সারা বা অর্জুন কেউই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেননি। তবে সব ছবি মিলিয়ে দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিট ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘এটা কি তবে সারার বয়ফ্রেন্ড... যা রেডিট বেশকিছুদিন ধরেই ভাবছিল যে তাঁরা গোপনে ডেটিং করছেন।’ এভাবে আরও অনেকেই সারা-অর্জুনের প্রেম করার জল্পনা উসকে দিয়েছেন।
নাহ অভিনেতা অর্জন বাজওয়ার সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন। এই অর্জুন, যাঁর পুরো নাম অর্জুন প্রতাপ বাজওয়া তিনি পেশায় একজম মডেল। অর্জুন রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ার ছেলে, যিনি বর্তমানে পঞ্জাবের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সহ-সভাপতি। অর্জুন একজন এমএমএ যোদ্ধাও এবং বলিউডেও কাজ করেছেন। ‘সিং ইজ ব্লিং’-এর মতো ছবিতে সহকারী হিসাবে কাজ করেছেন। ২০১৯ সালে পঞ্জাবের জেলা পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অর্জুনও রাজনীতিতে যোগ দেন।