চাউমিন কি গাছে হয়? সকলেই বলবেন, মোটেই না। চাউমিন বা Spaghetti তো ময়দা দিয়ে তৈরি। তা আবার গাছে হবে কী করে? কিন্তু এমনটিও হয়েছিল। সন্ধান পাওয়া গিয়েছিল এই দিনেই। এবং সেটিও যে সে সূত্রে নয়, আন্তর্জাতিক স্তরের নামজাদা সংবাদমাধ্যম BBC-র 💫সূ্ত্রেই।
গল্পটা একটু গোড়া থেকে বলা যাক। BBC নামক ব্রিটিশ সংবাদমাধ্যমের নাম তো অনেকেই জানেন। ঘটনাটি ১৯৫৭ সালের। এই ব্রিটিশ সংবাদমাধ্যমের তরফে সেদিন জানানো হয়, এমন গাছের সন্ধান পাওয়া গিয়েছে, যাতে চাউমিন বা Spaghetti ধরেছে। এবং কৃষকরা সেই গাছ থেকে হু হু করে এই চাউমিন পেড়ে নিচ্ছেন আর প্যাকেটবন্দি করে বিক্রি করছেন। কেউ কে🐎উ গাছ থেকে প🤡েড়ে নিয়ে রান্না করে ফেলছেন। আর জমিয়ে খাচ্ছেন সেই চাউমিন। BBC-র তরফে এটিকে বলা হয় ‘Swiss spaghetti harvest’।
এই খবর সম্প্রচারিত হওয়ার পরে সংবাদমাধ্যমটির অফিসে ফোনের বন্যা বইতে থাকে। পর দিন থেকে আসতে থা♎কে চিঠিও। সকলের একটিই প্রশ্ন— তাঁরা এই গ🐼াছ কিনতে চান, কোথায় পাবেন এটি?
কিন্তু আসল ঘটনাটি কী জানেন?
খবরটি যেদিন সম্প্রচারিত হয়, সেদিন ছিল পয়লা এপ্রিল। অর্থাৎ April Fools' Day বা এপ্রিল ফুল দিবস। মোট কথা বোকা বানানোর দিন। আর সেই কারণেই এমন কাল্পকি গꦕাছের কথা সম্প্রচার করা হয়।
যদিও পর দিনই BBC-র তরফে বলে দেওয়া হয় ওই খবরটি নিতান্ত মজা করে বলাღ। ওটির কোনও সত্যতা নেই।
তবে কোনও আন্তর্জাতিক স্তরের সংবাদমাধ্যম সূত্রে এই বোকা বানানোর দিনে এমন বড়সড় মজা আর কখনও করা হয়নি। ফল😼ে ঘটনাটি অনেকেরই মনে থেকে গিয়েছে൲ আজও। এমনকী এই ঘটনাটিকে আলাদা করে ‘Spaghetti-tree hoax’ বলেও চিহ্নিত করা আছে।