Germany:শীত পড়তেই হু হু করে এই রোগের প্রকোপ বাড়ছে জার্মানিতে! শিশুদের অসুস্থতা ঘিরে উদ্বেগ
1 মিনিটে পড়ুন Updated: 17 Dec 2022, 09:26 PM ISTগোটা জার্মান জুড়ে ২০২২ সালে প্রবলভাবে ছড়িয়ে পড়েছে শিশুদের মধ্যে শ্বাস প্রশ্বাসজনিত ব্রঙ্কিওলাইটিসের মতো রোগ। শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরিজনিত আরএসভি ভাইরাসের রমরমা শীত পড়তেই দেখা যাচ্ছে জার্মানিতে। যারফলে ব্রঙ্কিওলাইটিসের মতো রোগ হু হু করে গোটা জার্মানিতে ছড়িয়ে পড়ছে। এদিকে, জার্মানির হাসপাতালগুলো কার্যত হিমশিম খাচ্ছে কম সংখ্যক স্টাফ নিয়ে বিশাল অঙ্তের অসুস্থ রোগীর সংখ্যাকে সামাল দিতে।
ব্রঙ্কিওলাইটিসের সমস্যা জার্মানি জুড়ে।