বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video of Jackal and Cobra: কুয়োয় এক দিকে শিয়াল, অন্য দিকে কোবরা! বাঁচাতে হবে দুটোকেই, দেখুন টানটান ভিডিয়ো
পরবর্তী খবর
Viral Video of Jackal and Cobra: কুয়োয় এক দিকে শিয়াল, অন্য দিকে কোবরা! বাঁচাতে হবে দুটোকেই, দেখুন টানটান ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2023, 06:41 PM ISTSuman Roy
Viral Video of Jackal and Cobra: কুয়োরা মধ্যে আটকা পড়েছে শিয়ালএবং কোবরা। উদ্ধার করতে হবে দু’টিই। নাহলে দু’টির প্রাণ সংশয়। কী করলেন বিশেষজ্ঞরা? দেখুন হাড়হিম করা ভিডিয়ো।
কুয়োর ভিতরে আটকা পড়েছে দুই ভয়ঙ্কর প্রাণী
রোজ রোজ কত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার মধ্যে কিছু ভিডিয়ো থাকে, যা আমাদের চিনিয়ে দেয় এই জীবজগৎ কত বৈচিত্র্যময়। এবং এখানে কত না অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে রোজ। হালে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হালে যেমন হয়েছে— একটি শিয়াল এবং একটি কোবরার ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাজুরিতে।
কী ঘটেছে সেখানে? ওয়াইল্ডলাইফ এসওএস বলে এক স্বেচ্ছাসেবী সংস্থার দফতরে ফোন আসে একটি প্রাকৃতিক কুয়োর মধ্যে আটকা পড়েছে একটি শিয়াল। কিন্তু উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, একটি শিয়াল শুধু নয়, সেখানে আটকে একটি কোবরাও।
স্বাভাবিকভাবেই পরিস্থিতি অত্যন্ত জটিল। কারণ কোবরা যদি শিয়ালকে কোনও ভাবে আক্রমণ করে, তাকে কামড়ে দেয়, তাহলে তার মৃত্যু অবধারিত। ঠিক একই রকম ভাবে শিয়ালের দাঁতের আঘাতে মৃত্যু হতে পারে কোবরাটিরও। তাই স্বেচ্ছাসেবীরা ঠিক করেন, উদ্ধার কাজটি করতে হবে অত্যন্ত সন্তর্পণে।
প্রথমে তাঁরা শিয়ালটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেন। ফলে কুয়োর ভিতরে ফেলে দেওয়া হয় জাল। তৈরি করা হয় জালের প্রাচীর। এমনভাবে সেই প্রাচীর তৈরি করা হয়, যাতে সেটি বেয়েই উপরে উঠে আসতে পারে শিয়ালটি। আর শেষ পর্যন্ত সেটিই হয়। এর পরে কোবরাটিকে উদ্ধার করার পালা। সেটিকে উদ্ধার করতেও বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। দেখে নিন গোটা ভিডিয়োটি।
এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, যে কোনও একটি প্রাণীকে উদ্ধার করতে হলে, তা তুলনামূলকভাবে সহজ হয়। কিন্তু এক্ষেত্রে দু’টি প্রাণী একসঙ্গে থাকায় সমস্যা হয়েছিল। যদিও তাঁদের মত, প্রাণী দু’টিই বুঝতে পেরেছিল, তাদের একে অন্যের তেকে প্রাণ সংশয় আছে। তাই তারা পরস্পরের থেকে শান্তিপূর্ণ দূরত্ব বজায় রাখছিল। আর সেই কারণেই শেষ পর্যন্ত দু’টিকেই উদ্ধার করা গিয়েছে।