১ এপ্রিল ছিল April Fools' Day। সেই দিনটির ইতিহাস, তার তাৎপর্য এবং তার সঙ্গে এই দিনটির বিখ্যাত বোকা বানানোর গল্পগুলি তো আপনার জেনেই গিয়েছেন। কিন্তু এর মধ্যেই ঘটে গেল আর এক ঘটনা। প্রতিবেশী রাষ্ট্র পাকি🔥স্তানের মানুষকে এই বিশেষ দিনে একটুখানি ‘বোকা’ বানানোর চেষ্টা করল এক নাজা চিপস কোম্পানি।
যে𝐆 সব রসিকতা কাউকে আঘাত করে, তেমন রসিকতা নিশ্চয়ই খারাপ। কিন্তু যেসব রসিকতায় এমন হালকা চালের মজা করে, যেগুলি তেমনভাবে কারও ক্ষতি করে না, যিনি সেই রসিকতায় ‘বোকা’ হয়ে যান, তিনিও মজা পান— তেমন রসিকতায় নিশ্চয়ই বিশেষ ক্ষতি নেই। এমনই হালকা চালের রসিকতা করল এই কোম্পানিটি।
কী করা হয়েছেন এদিন?
সোশ্যাল মিডিয়ায় Lay's কোম্পানি একটি বিজ্ঞাপন দিয়েছে। সেসখানে লেখা হয়েছে, তারা নাকি জিলিপি স্বাদের চিপস নিয়ে আসছে বাজারে। সেই মতো একটি ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে একটি প্যাকেট। প্যাকেটের গায়ে জিলিপির ছবি। ব্যস! অমনি শুরু হয়ে গিয়েছে হুড়োহুড়ি। জিলিপি স্বাদের চিপস খাওয়ার জন্য অনেকেই দৌড়ে🐻ছেন দꦅোকানে।
কিন্তু এমন কোনও ঘটনাই ঘটেনি। মানে, এমন ক♛োনও বিশেষ চিপস নিয়ে আসাই হয়নি ওই🀅 কোম্পানির তরফে।
সে কথাও পরদিন জানানো হয়েছে কোম্ꦫপানিটির তরফে। বলা হয়েছে, এটা পুরোপুরি পয়লা এপ্রিল বা April Fools' Day-এর বিশেষ তামাশা ছিল। যাঁদের এ জন্য মনখারাপ হয়েছে, তাঁদের কাছে ক্🌌ষমাও চেয়ে নিয়েছে কোম্পানিটি।