রোজ কত কত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় 🍬ভাইরাল হয়ে যায়। এই সব ভিডিয়োর কোনওটি খুব মজার, কোনওটি আবার খুব আবেগের। কিন্তু কোনও কোনও ভিডিয়ো এমন থাকে, যা প্রকৃতির অদ্ভুত সব বিস্ময়কর ঘটনাকে দেখিয়ে দেয়। ঠিক যেমন হয়েছে হালের এক ভাইরাল ভিডিয়োয়।
কী আছে সেই ভিডিয়োয়? ভিডিয়োটি একটি সাপ আর একদল পিঁপপডে়র লড়াইয়ের। ෴আর তা দেখেই রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা।
সাপ আর একদল পিঁপড়ের লড়াই হলে জিতবে কোন পক্ষ? অনেকেই হয়তো বলব🎶েন, জিতবে সাপটি। বিশেষ করে সাপটি যদি বড় সড় চেহারার হয়, তাহলে তো কথাই নেই। পিঁপড়েদের জেতার কোনও সম্ভাবনাই༺ নেই— এমনই মনে করবেন বেশির ভাগ মানুষ।
কিন্তু প্রকৃতি বিস্ময়ের ভাণ্ডার। কখন যে এখানে কী ঘটে য💫ায়, তা বলা সম্ভব নয়। কখন যে শিকারি এখানে নিজেই শিকার হয়ে যায়— সেটিও🐎 কেউ বলতে পারেন না। ঠিক যেমন এক্ষেত্রে ঘটেছে।
খাবারের খোঁজে পিঁপড়ের 🌌গর্তে ঢুকেছিল একটি সাপ। পিঁপড়ের তুলনায় বেশি বড় মাপের বিষধর সাপটি সেখানে ঢোকার অন্যতম কারণ ডিমের সন্ধান। কিন্তু পিঁপড়ের ডিম আর খাওয়া হল না সাপটির। কারণ দল বেঁধে পিঁপড়েরা আক্রমণ করল তাকে। আর সেখান থেকে পালানোর অবস্থাও রইল না সাপটির।
যদিও পালিয়ে বেশি দূর যেতে পা🍌রেনি সাপটি। গর্ত থেকে বেরিয়ে গেলেও তাকে পিঁপড়েরা ছাড়েনি। বরং তাকে তেড়ে যায় এই পরিস্থিতিতে। সাপটি তখনও পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত পিঁপড়েদের কাছে তার হাল খারাপ হয়𒀰ে যায়।
সম্প্রতি এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনি নিজেও দেখেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ নিন এখান থেকে।
অনেকেই এই ভিডিয়োটি দেখে বলেছেন, প্𓄧রকৃতির কখন যে কীভাবে বিস্মিত করে দেবে, তা নিজেও হয়তো জানে না। দ্রুত সোশ্যাল মিডিয়ায়♏ এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে।