বাংলা নিউজ > ঘরে বাইরে > আর করবি! কলার ধরে ফটাফট থাপ্পড়, ভরা বাজারে ৪৮ সেকেন্ডে যুবককে ১৪ চড় মহিলার, রইল Video
পরবর্তী খবর
একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বোরখা পরা এক মহিলা এক যুবকের কলার চেপে ধরেছেন। কালো রঙের টি শার্ট পরে রয়েছেন ওই যুবক। একেবারে কলার চেপে ধরেছেন ওই মহিলা। এরপর তার গালে একের পর এক থাপ্পড় মারছেন তিনি। চারপাশে লোকজনে একেবারে ভর্তি। তার মাঝেই শুরু হল থাপ্পড়ের পর থাপ্পড়। ওই যুবক মহিলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নানা চেষ্টা করেন। কিন্তু কে শুনছে কার কথা।
একের পর এক চড়। একটা সময় ওই যুবক মহিলার হাত থেকে রেহাই পাওয়ার জন্য পা ধরারও চেষ্টা করেন। কিন্তু তারপরেও চড়। ৪৮ সেকেন্ডের মধ্য়ে ওই যুবককে ওই মহিলা ১৪টি চড় মারেন বলে খবর। উত্তরপ্রদেশের কানপুর শহরের বেকনগঞ্জ বাজার এলাকার ঘটনা বলে জানা গিয়েছে। ওই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে। তবে হিন্দুস্তান টাইমস বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।