Yunus letter to Trump:‘অ্যাজেন্ডাকে পূর্ণ সমর্থন দিতে..’, USর নয়া শুল্ক ৩ মাস স্থগিতের আর্জি নিয়ে ট্রাম্পকে চিঠি ইউনুসের
1 মিনিটে পড়ুন Updated: 07 Apr 2025, 11:01 PM ISTট্রাম্পের কাছে অনুরোধের চিঠি ইউনুসের! কী লিখলেন?
ট্রাম্পের কাছে অনুরোধের চিঠি ইউনুসের! কী লিখলেন?
ট্রাম্পের পাল্টা-শুল্ক ঝড়ে কার্যত ধরাশায়ী এশিয়ার শেয়ার মার্কেট। বহু দেশের বাণিজ্যে এর প্রভাব পড়েছে। বাংলাদেশে আমেরিকার তরফে পাল্টা শুল্ক হিসাবে ৩৭ শতাংশ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন মুলুকের শুল্ক-সুনামি সামলাতে পথ খুঁজছে ঢাকা। রবিবারই এই নিয়ে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এরপর সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে লিখলেন চিঠি।
সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইংর তরফে জানানো হয়েছে, বাংলাদেশে আমেরিকার তরফে যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে ৩৭ শতাংশের, তা ৩ মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি এই মর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও লিখেছেন বলে জানানো হয়েছে। এদিকে, পরিস্থিতি সামলাতে মার্কিন পণ্য রপ্তানি যাতে বাংলাদেশে বেড়ে যায়, তার বিষয়েও উদ্যোগ নিয়েছেন ইউনুস। একথা ট্রাম্পকে লেখা ইউনুসের চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে ঢাকা জানিয়েছে। চিঠিতে ইউনুস তাঁর হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথাও উল্লেখ করেছেন বলে জানানো হয়েছে। সেই চিঠিতে লেখা হয়েছে, ‘আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি।’
( Cooking Gas Price Hike: রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ল ৫০ টাকা, কলকাতায় দর কততে ঠেকল?)
প্রসঙ্গত, সদ্য ফেব্রুয়ারি মাসে মার্কিন মসনদে বসেছেন ট্রাম্প। আর তার পর কয়েক মাস কাটতে না কাটতেই শুল্ক নিয়ে বড় ঘোষণা করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আমেরিকা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির দীর্ঘমেয়াদি চুক্তি করা প্রথম দেশ বাংলাদেশ। সে বার্তাও বারবার ইউনুসের তরফে ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আপাতত ঢাকা, আমেরিকা থেকে তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো মার্কিন কৃষিজ পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে। চিঠিতে ইউনুস জানিয়েছেন, তুলা আমদানির গতি বাড়াতে বাংলাদেশ নির্দিষ্ট শুল্কমুক্ত বন্ডেড গুদাম নির্মাণ করবে। এছাড়াও চিঠিতে তাঁর ইঙ্গিত, গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি পণ্যে শুল্ক আরও কমাতে পারে বাংলাদেশ। পাশাপাশি চিঠিতে তিনি উল্লেখ করেন,' ট্রাম্প প্রশাসনের 'বাণিজ্যিক অ্যাজেন্ডাকে পূর্ণ সমর্থন দিতে বাংলাদেশ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'