একপেশে হয়েছিল আইপিএল ফাইনাল। কিন্তু বিহার ভোটের ফয়সালা যে শেষ ওভারেই হবে, তা সকাল থেকেই বোঝা গিয়েছিল। আর সেই লড়াই এতটাই হাড্ডাহাড্ডি হল যে কমপক্ষ ১১ টি আসনে জয়ের ব্যবধান ১,০০০-এর কম থাকল। তার মধ্যে আবার সাত আসনে ৫০০ ভোটের কম ব্যবধানে হার-জিতের ফয়সালা হল।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, হিলসা আসনে মাত্র ১২ ভোটে জয়ী হয়েছেন জেডিইউ প্রার্থী। দ্বিতীয় স্থানে আছেন আরজেডি প্রার্থী। যথারীতি সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের কাজটা কঠিন করে দিয়েছে এলজেপি। যে দলের প্রার্থী প্রায় ১১ শতাংশ ভোট টেনেছেন। শেষপর্যন্ত অবশ্য জিতে চান জেডিইউয়ের প্রার্থী।
আরও পড়ুন : হার ৫ মন্ত্রীর, জয় ২ লালুপুত্রের, একনজরে বিহারের তারকা প্রার্থীদের রেজাল্ট
বারবিঘা আসনে জয়ের এনডিএ জোটের প্রার্থীর জয়ের ছবিটাও এক। চিরাগ পাসোয়ানের দলের ঠেলায় নাভিঃশ্বাস উঠেছিল জেডিইউয়ের। কোনওক্রমে ১১৩ ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন সুদর্শন কুমার। যিনি গতবার কংগ্রেসের টিকিটে ১৫,৭১৭ ভোট জিতেছিলেন। এবার তাঁর চাপ বাড়িয়ে দিয়েছিল এলজেপি। যে দলের প্রার্থী ১৫.৭৫ শতাংশ ভোট টেনেছেন।
একনজরে দেখে নিন কোন ১১ আসনে জয়ের ব্যবধান ১,০০০-এর কম?