সংসদে ধাক্কাধাক্কি কাণ্ডে এবার নয়া মোড়। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যসভার বিজেপি সাংসদ ফ্যাংগন কোনিয়াকের। নাগাল্যান্ডের এই মহিলা সাংসদ দাবি করেন, সংসদের প্রবেশদ্বারে বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী তাঁর এতটা কাছে চলে এসেছিলেন যে মহিলা হিসেবে তাঁর অস্বস্তি হচ্ছিল। তিনি বলেন, 'রাহুল গান্ধী এবং তাঁর দলের সাংসদরা উচ্চস্বরে কথা বলছিলেন এবং তাঁরা আমার খুবই কাছে চলে এসেছিলেন। আমি একজন মহিলা হিসেবে সেই সময় খুবই অস্বস্তি বোধ করছিলাম।' যদিও বিজেপি সাংসদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে লোকসভার স্পিকারকে পালটা চিঠি লিখেছেন 'প্রত্যক্ষদর্শী' কংগ্রেস নেতা। (আরও পড়ুন: সাসপেনশন উঠেছে ফের সাসপেন্ড হবেন বলে! তন্ময়ের বিরুদ্ধে পদক্ষেপের পথে সিপিএম)
আরও পড়ুন: 'সংখ্যাগুরু' বিতর্কে এবার ফিরহাদের জবাব - 'আল্লাহ ছাড়া কারও সামনে মাথানত নয়'
নাগাল্যান্ড বিজেপির মহিলা মোর্চার সভাপতি কোনিয়াক এরপর বলেন, 'সেই পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীরা কর্ডন করে অন্য দলের সাংসদদের সংসদে প্রবেশ করার পথ করে দিয়েছিলেন। তবে রাহুল গান্ধী এবং তাঁর দলের অন্যান্য সদস্যরা তখন আমার সামনে চলে আসেন। তখন ইতিমধ্যেই পথ তৈরি হয়ে গিয়েছে তাঁদের জন্যে। এমন নয় যে আমি নিজের আত্মরক্ষা করতে পারি না। তবে সেই সময় আমি খুব হতভম্ব হয়ে গিয়েছিলাম।' যদিও কোনিয়াকের এই দাবিকে মিথ্যা বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন। এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তিনি চিঠি লেখেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং রাহুল গান্ধী কোনও সময়ই কোনিয়াকের কাছে ঘেঁষেননি। (আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে বিস্ফোরক ED, কে কত কোটি দিয়েছে?)
আরও পড়ুন: দিল্লিতে 'ঝড়ের' মাঝেই বাংলায় এলেন অমিত শাহ, কী কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর?
এদিকে গতকালকের এই ঘটনায় রাহুল গান্ধীর ধাক্কায় চোট পেয়ে হাসপাতালের আইসিইউ-তে ভরতি বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি। এই আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। অপরদিকে মল্লিকার্জুন খাড়গেকে হেনস্থা করা হয়েছে বলে কংগ্রেসও পালটা অভিযোগ দায়ের করেছে। কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠিও লিখেছে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং কংগ্রেস সাংসদদের ধাক্কা দেওয়া হয়েছিল। (আরও পড়ুন: আপনিও CM হবেন, অজিত পাওয়ারকে বললেন ফড়ণবিস! কর্পোরেট স্টাইলে ভাগ হবে শিফট)
আরও পড়ুন: কর্ণাটকে আটক ১৫৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী, সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন মন্ত্রীর
এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ বলেছিলেন, 'রাহুল গান্ধী এসে এক সাংসদকে ঠেলে দিলেন। সেই সাংসদ তখন আমার ওপরে এসে পড়েন। এরপরে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।' আর এই নিয়ে রাহুলের বক্তব্য ছিল, 'এই ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি সাংসদরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন আমাকে ধাক্কা দেওয়া হয়। হুমকি দেওয়া হয়। তাই এটা ঘটেছে... আর হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খার্গকে ধাক্কা দেওয়া হয়েছে)। কিন্তু আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভিতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি সাংসদরা আমাদের ভিতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন... তারা সংবিধানকে আক্রমণ করছে এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।'