দু'দিনের সফরে গতরাতেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১০টা ১৫ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন অমিত শাহ। সেখানে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকও অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাগডোগরায়। তবে শাহের এই বঙ্গ সফরে দলীয় কোনও কর্মসূচি নেই বলে জানা গিয়েছে। আজ অমিত শাহ সশস্ত্র সীমা বলের অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেলে বাগডোগরা থেকেই দিল্লির পথে ফের রওনা দেবেন তিনি। (আরও পড়ুন: আপনিও CM হবেন, অজিত পাওয়ারকে বললেন ফড়ণবিস! কর্পোরেট স্টাইলে ভাগ হবে শিফট)
আরও পড়ুন: কর্ণাটকে আটক ১৫৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী, সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন মন্ত্রীর
জানা গিয়েছে, গতরাতে বাংলায় এসে এসএসবির সদর দফতরেই ছিলেন অমিত শাহ। আজ সকালে তিনি সেখান থেকেই সশস্ত্র সীমা বলের প্যারেড গ্রাউন্ডে যাবেন। উল্লেখ্য, 'সশস্ত্র সীমা বল' হল নেপাল এবং ভুটানের সীমান্ত রক্ষাকারী বাহিনী। আজ তাদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। আজ দুপুর ১টা পর্যন্ত প্যারেড গ্রাউন্ডে চলবে সীমা সুরক্ষা বলের অনুষ্ঠান। এরপর অমিত শাহ ফিরে যাবেন এসএসবির সদর দফতরে। সেখানেই তিনি মধ্যাহ্নভোজ করবেন। তারপর তিনি সীমা সুরক্ষা বলের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন সেখানে। তারপর দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে উড়ে যাবে অমিত শাহের বিমান।
প্রসঙ্গত, এই ধরনের রাজ্য সফরে সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিও রাখেন অমিত শাহ। তবে এবারে তা থাকছে না। আম্বেদকর নিয়ে তাঁর 'ফ্যাশন' মন্তব্য নিয়ে তোলপাড় দিল্লির রাজনৈতিক মহল। তাঁর পদত্যাগের দাবিতে সরব কংগ্রেস সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে তোপ দেগেছেন অমিত শাহকে। এই আবহে তিনি বাংলা সফরে এলেন। এর আগে গত ২৭ নভেম্বর কয়েক ঘণ্টার জন্য এসেছিলেন শাহ। সেবারও সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিতে ছিলেন তিনি। তবে এবারে সেই পথে তিনি হাঁটছেন না। অবশ্য মনে করা হচ্ছিল, এই সফরকালে তাঁর সঙ্গে সুকান্ত মজুমদার থাকায় দল নিয়ে আলোচনা করে পারেন তিনি। সদস্য সংগ্রহ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি ইস্যুতে কথা হতে পারে দু'জনের। যদিও বঙ্গ বিজেপির তরফ থেকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে, এই সব নিয়ে শাহ-সুকান্ত আলোচনার কোনও সম্ভাবনা নেই শুক্রবার।