খলিস্তানি জঙ্গিদের 'জোড়া ধাক্কা' দিল কানাডা সরকার। একদিকে কানাডা সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হল যে ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রতি ‘সম্মান’ করে অটোয়া। আর অন্যদিকে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় যে ভারতের যোগ আছে, সেটার স্বপক্ষে এখনও কোনও প্রমাণ মেলেনি। সংশ্লিষ্ট মহলের মতে, আঞ্চলিক অখণ্ডতার প্রতি ‘সম্মান’ আছে বলে আদতে পৃথক খলিস্তানের দাবি খারিজ করে দিল কানাডা। খলিস্তানি জঙ্গিরা পৃথক খলিস্তানের পক্ষেই সওয়াল করে আসছে। সেটার ঠিক উলটো কথা বলেছে কানাডা সরকার। আর নিজ্জরের খুনের ঘটনায় ভারতের যোগ থাকার যে অভিযোগ তোলা হয়েছিল, এখনও সেটার প্রমাণ না পাওয়ায় খলিস্তানিদের ‘অ্যাজেন্ডাও’ ধাক্কা খেয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে শুধু খলিস্তানি জঙ্গিরা নয়, ভারত যোগের এখনও প্রমাণ খুঁজে না পাওয়ায় সবথেকে বেশি মুখ পুড়ছে কানাডা সরকার। কারণ তাঁদেরই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে সংসদে দাঁড়িয়ে গলা চড়িয়ে সেই ইঙ্গিতটা দিয়েছিলেন।
যত সময় যাচ্ছে, তত ট্রুডোর মুখ পুড়ছে
গত বছরের ১৮ সেপ্টেম্বর ট্রুডো দাবি করেছিলেন, খলিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের যোগ আছে বলে ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে অভিযোগ' উঠেছে (যে দাবি আগেই উড়িয়ে দিয়েছে ভারত)। আর এতই 'বিশ্বস্ত গোয়েন্দা' সূত্রে খলিস্তানি জঙ্গির খুনের মামলায় ভারতের যোগের ইঙ্গিত পেয়েছিলেন ট্রুডো, যে এক বছরের বেশি সময় কেটে গেলেও সেটা প্রমাণই করতে পারল না তাঁর প্রশাসন। বরং কানাডা সরকারের তরফে দাবি করা হচ্ছে, এখনও তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছে।
অটোয়ায় ‘গ্লোবাল অ্যাফেসার্স কানাডা’ থেকে ট্রুডোর দেশের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ জানিয়েছেন, নিজ্জর খুনের মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সেইসঙ্গে কূটনৈতিক কাজকর্মও চলছে। তাঁর কথায়, ‘যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ (বলতে হয় যে) গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আমাদের কাছে অভিযোগ উঠে এসেছে। ভারত সরকারের কোনও যোগ আছে কিনা, তা নিয়ে কিছু জানানো হয়নি। তাই আমরা তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছি।’
পৃথক খলিস্তানের দাবি নাকচ কানাডার
তাঁর সেই বক্তব্যের মধ্যেই কানাডার বিদেশ বিষয়ক উপ-মন্ত্রী ডেভিড মরিসন বলেছন, 'কানাডার নীতি খুব স্পষ্ট। আর সেটা হল যে ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। একটাই ভারত আছে। আর সেটা'একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে।' অর্থাৎ খলিস্তানি জঙ্গিদের দাবি মতো পৃথক খলিস্তানের দাবি নাকচ করে দিয়েছেন কানাডা সরকারের উপ-মন্ত্রী।
ভারতের সঙ্গে আলোচনা কানাডার
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে পর্দার পিছনে আলোচনা চালাচ্ছে কানাডা। আলোচনার জন্য তাঁদের ‘ওপেন চ্যানেল’ আছে। আর নয়াদিল্লির সঙ্গে কথা চালিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন কানাডার বিদেশ বিষয়ক উপ-মন্ত্রী মরিসন।