প্রায় দু’বছর ধরে হিংসায় উত্তপ্ত রয়েছে মণিপুর। তবে এখনও পর্যন্ত সেই রাজ্যে সফরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা নিয়ে বিরোধীরা প্রায়ই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে থাকেন। সেই আবহে এবার উত্তর-পূর্ব ভারতে সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর সফরসূচিতে নেই মণিপুর। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, কেন মণিপুর যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী?
আরও পড়ুন: নারী শক্তির বার্তা দিতে বিহারে তৈরি হবে সীতা মাতার মন্দির, ভোটের আগে ঘোষণা শাহের
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম এবং মিজোরামে তিন দিনের সফরে যাবেন। পিটিআই সূত্রে জানা গিয়েছে, হিমন্ত শর্মা ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে অসম ও পরে মিজোরাম সফরে যাবেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ এ নিয়ে অমিত শাহকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৪ মার্চ থেকে তিন দিনের অসম ও মিজোরাম সফরে আসছেন।’ তাঁর প্রশ্ন, তাহলে কেন তাঁর সফরসূচিতে মণিপুর নেই?
প্রসঙ্গত, জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুর। পরিস্থিতি মোকাবেলার জন্য কেন্দ্রের একাধিবার সমালোচনা করছে কংগ্রেস।অন্যদিকে, নরেন্দ্র মোদীর মরিশাস সফর নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটি কটাক্ষ করে বলেছে, মণিপুরের মানুষজন তাঁর সফরের জন্য অপেক্ষা করে রয়েছেন। আর তিনি ঘন-ঘন বিদেশ সফর করছেন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মে মাস থেকে মেইতি এবং কুকি গোষ্ঠীর মধ্যে শুরু হওয়া জাতিগত হিংসায় অনেক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও, গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।