ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির সমঝোতার ঘোষণার পর ট্রাম্প দাবি করেছিলেন, তিনি দুই দেশের সঙ্গেই বাণিজ্য আরও বাড়াতে ইচ্ছুক। সদ্য তিনি রয়েছেন মধ্য প্রাচ্যের সফরে। সেখানে দোহায় এক ব্যবসায়িক সামিটে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সংস্থা 'অ্যাপেল'-র ব্যবসায়িক বিষয়ে মুখ খোলেন। ট্রাম্পের সাফ কথা, অ্যাপেল, ভারতে যে পর পর প্ল্যান্ট তৈরি করছে, তা 'নাপসন্দ' মার্কিন প্রেসিডেন্টের। ভারতের প্রসঙ্গেও ট্রাম্পের ব♈ার𝄹্তা ছিল বেশ ইঙ্গিতবহ!
দোহার ওই সামিটে ট্রাম্প বলেন,' টিম কুক (অ্যাপেল সিইও)র সঙ্গে গতকালই আমার একটু সমস্যা হয়।' এরপর ট্রাম্প বলছেন,'আমি ওকে বললাম, আমার বন্ধু, আমি আপনাকে ভীষণ ভালোভাবে দেখি, আপনি ৫০০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে আসছেন… কিন্তু এখন আমি শুনছি আপনি সারা ভারতে তৈরি করছেন (প্ল্যান্ট)। আমি চাই না আপনি ভারতে তৈরি করুন।' যে ট্রাম্প কিছু দিন আগেই ভারত ও পাকিস্তানের সঙ্গে ব্য🔯বসা আরও বাড়ানোর ইচ্ছার কথা জনসমক্ষে বলেছেন, সেই ট্রাম্পের কণ্ঠেই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের জনসমক্ষে উঠে এসেছে এই বার্তা। একই সঙ্গে দোহায় ট্রাম্প বলেন,' আমরা ভারতে আপনাদের (অ্যাপেলের) নির্মাণে আগ্রহী নই। ভারত নিজেদের খেয়াল নিজেরা নিতে পারে।' মার্কিন প্রেসিডেন্ট টিম কুককে বলেছেন,' আপনি যদি ভারতের খেয়াল রাখতে চান তবে ভারতে নির্মাণ করতে পারেন, কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলির মধ্যে একটি, তাই ভারতে বিক্রি করা খুব কঠিন।'
ট্রাম্পের আরও দাবি,'তারা (ভারত) আমাদের একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা কার্যত আমাদের কাছ থেকে কোনও শুল্ক না নিতে ꩲসম্মত হয়েছে।' উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের শুল্ক-সুনামির 🤡পর থেকেই বিশ্বের নানান দেশে আর্থিক ক্ষেত্রে কিছুটা চাঞ্চল্য দেখা গিয়েছে। এদিকে, মার্কিন সংস্থা অ্যাপেল, তার উৎপাদন সংক্রান্ত ক্ষেত্র চিন থেকে কিছুটা সরাতে চাইছে। অন্যদিকে, অ্যাপেল তাদের ভারতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পরিকল্পনা করছে। বর্তমানে অ্যাপেলের তিনটি বড় প্ল্যান্ট রয়েছে ভারতে। দুটি রয়েছে তামিলনাড়ুতে, একটি কর্ণাটকে। জানা যাচ্ছে, ভারতে আরও দুটি অ্যাপেলের প্ল্যান্ট আসার কথা রয়েছে। সেই পরিস্থিতিতে এল ট্রাম্পের এই বার্তা।