ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর এবার তিন বছরের দ্বন্দ্ব মেটাতে ইউক্রেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৫ মে ইস্তানবুলে এই মর্মে আলোচনায় বসতে চান তিনি। বৈঠকে কীভাবে দুই দেশের মধ্যে শান্তি ফেরানো যায় এবং যুদ্ধের মূল কারণ নির্মূল করা যায় তা নিয়ে আলোচনা করতে আগ্রহী পুত𒁃িন। আর রুশ প্রেসিডেন্টের এমন প্রস্তাব প্রকাশ্য🃏ে আসতেই আন্তর্জাতিক মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি এবার সমাপ্তি ঘটে চলেছে?
আরও পড়ুন-যুদ্ধবিরতি হচ্ছে, সন্ত্রাসবাদের ব💖িরুদ্ধে ‘যুদ্ধ’ থামছে না, সাফ কথা জয়শংকরের
২০২২ সালের ব্যর্থ আলোচনার কথা উল্লেখ করে ক্রেমলিন থেকে রুশ প্রেসিডেন্ট বলেন, '২০২২ সালে রাশিয়া সমঝোতা ভাঙেনি, বরং কিয়েভই ভেঙেছিল। তবুও, 𒁏আমরা প্রস্তাব দিচ্ছি যে কিয়েভ কোনও পূর্বশর্ত ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় শুরু করুক। কিয়েভ কর্তৃপক্ষকে আগামী বৃহস্পতিবার ইস্তানবুলে সমঝোতা আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি।' তিনি আরও বলেন, 'আমাদের প্রস্তাব, যেমনটি ওরা বলে, টেবিলেই সীমܫাবদ্ধ, সিদ্ধান্ত এখন ইউক্রেনীয় কর্তৃপক্ষ এবং তাদের কিউরেটরদের উপর নির্ভর করবে। যাঁরা মনে হয় তাঁদের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় পরিচালিত হন, তাঁদের জনগণের স্বার্থে নয়।'
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান।তিন বছর পেরিয়ে গিয়েছে। হামলা পালটা হামলায় একে অপরকে রক্তাক্ত করছে রাশিয়া-ইউক্রেন। প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। পরিস্থিতিতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইউক্রেনে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষেཧ সমর্থন জানিয়েছে ইউরোপীয় দেশগুলি। পুতিন কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে তাঁকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তারা। ট্রাম্প জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয় হতে চান। এরপরেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মস্কো প্রস্তাবটি নিয়ে চিন্তা করছে। তবে একইসঙ্গে তিনি সতর্ক দেন, চাপ প্রয়োগ করে রাশিয়ার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিলেন পুতিন।
আরও পড়ুন-যুদ্ধবিরতি হচ্ছে, সন্ত্রাসবাদের বিরু꧒দ্ধে ‘যুদ্ধ’ থামছে না, সাফ কথা জয়শংকরের
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়🅷া পোস্টের পরেই ইউক্রেনের সঙ্গে তিন দিনের সংঘর্ষ-বিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এর আগে ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠক হয়েছিল রাশিয়ার। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। সেই শান্তি বৈঠকই ফের শুরু করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এবারের বৈঠকে কোনও আগাম শর্তও লাগু করেনি মস্কো। ক্রেমলিনের দাবি, যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ফেরানো এই দুই লক্ষ্যেই আলোচনায় বসতে চান পꦯ্রেসিডেন্ট পুতিন।