জানা গিয়েছে, অসমের দিসপুর পুলিশের হাতে ওই ৩ জন গ্রেফতার হয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে ২ জন স্থানীয় ও একজন বাংলাদেশি।
অসম থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি মহিলাকে। পিক্সেল। প্রতীকী ছবি।
আরও এক বাংলাদেশির গ্রেফতারি অসম পুলিশের হাতে। এবার অভিযোগ, এক ২২ বছরের বাংলাদেশি মহিলা ও দুই স্থানীয় একসঙ্গে মিলে গুয়াহাটির এক হোটেলে পর্ন ফিল্মের কনটেন্ট তৈরির চেষ্টা করছিল। এই অভিযোগে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, অসমের দিসপুর পুলিশের হাতে ওই ৩ জন গ্রেফতার হয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে ২ জন স্থানীয় ও একজন বাংলাদেশি। যারা গ্রেফতার হয়েছে, তাদের মধ্য়ে অসমের বাসিন্দা জাহাঙ্গির ও সফিকুল রয়েছে। এছাড়াও বাংলাদেশের এক মহিলাকেও সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশি ওই মহিলার নাম মিন আখতার। আপাতত মিন রয়েছে পুলিশি হেফাজতে। সূত্রের খবর, চাকরি দেওয়ার টোপ দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে মিন আখতারকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করানো হয়েছে। কোন বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পার করে অসমে প্রবেশ করে মিন। পুলিশ মনে করছে, পর্ন ফিল্মের শুটিং এর জন্যই গুয়াহাটির সুপারমার্কেট এলাকার ওই হোটেলে দুটি ঘর ভাড়া নেওয়া হয়। সেখানেই আপত্তিকর ভিডিয়ো তৈরি করার ছক ছিল বলে অনুমান পুলিশের। এই ধরনের অবৈধ কীর্তি কাণ্ডতে আর কোন কোন অপরাধী যুক্ত রয়েছে, তার হদিশ করতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই অসম পুলিশ গোটা ঘটনায় তদন্তে নেমেছে।
উল্লেখ্য, এর আগে, অসম পুলিশের ধরপাকড়ের জেরে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছে। গত ডিসেম্বেরই অসমের কোকরাঝড় জেলার নামাপাড়া এলাকা থেকে ২ জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশের টিম। ধৃতদের কাছে থেকে বিপুল অস্ত্র, গোলা-বারুদ উদ্ধার করা হয়। মনে করা হচ্ছিল, সেই সময় যাদের ধরা হয়েছিল, তাদের বড়সড় কোনও নাশকতার ছক ছিল। এদিকে, ক্রমাগত অসম পুলিশের জালে একের পর এক অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশির গ্রেফতারির খবরও উঠে এসেছে। তারই মধ্যে এই নতুন গ্রেফতারির খবর আসে।