মহরমের তাজিয়া মিছিল বের করার সময় বড়সড় দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চꦬারজনের। এছাড়াও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারোতে। জানা গিয়েছে, আজ সকাল ৬ টা নাগাদ মাঠ থেকে তাজিয়ার মিছিল বের করার প্রস্তুতি চলছিল। তখনই সেটি মাঠের উপরে থাকা ১১ হাজ𓆏ার ভোল্টের বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে। তার জেরেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন: মহরমের তℱাজিয়ারও রয়েছে বিরাট ইতিহাস, কীভাবে জড়িয়ে গেল বাংলা? জানলে চমকে যাবেন
বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক জানান, রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার অন্তর্গত খেতকো গ্রামে ঘটনাটি ঘটেছে। একটি তাজিয়ার একটি লোহার রড বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুর্ঘটনাটি ঘটে। এদিন সকাল ৬টার দিকে সেখানে মহরমের তাজিয়া মিছিল বের করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখন ঘটনাটি ঘটে। তিনি জানান, তাজিয়ার লোহার রডটি অনেক উঁচু থাকায় সেটি হাই-টেনশন বিদ্যুতের তার স্পর্শ করেছিল। ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এক আধিকারিক জানান, আহতদের মধ্যে ৮ 🧸জনকে বোকারো জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করা হয়। তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
এদিকে হাসপাতালে অ্যা♑ম্বুলেন্স না থাকায় হতাহতদের নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েন স্থানীয়রা। সেই ঘটনায় ক্ষুব্ধ হন রোগী পরিবারের সদস্যরা। ঘটনায় হাসপাতালে তাঁরা বিক্ষোভ দেখান। যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম হল আসিফ রাজা (২১), এনামুল রব (৩৫), গুলাম হুসেন (১৮) এবং সাজিদ আনসারি (১৮)।
অন্যদিকে, এর আগের দিনই তাজিয়া মিছিল বের করার সময় দুর্ঘটনা ঘটেছিল বিহারে। সেখানেও হাই🍒-টেনশন তারের সংস্পর্শে এসে ঝলসে যান ১০ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বিহারের গোপালগঞ্জ জেলার উচকাগাঁও থানার অন্তর্গত হারপুর ধরমপুরে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের গোরখপুরে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত,𓄧 শিয়া সম্প্রদায় মহরম মাসের প্রথম ১০ দিন🌌 কারবালার ঘটনা উপলক্ষে শোক পালন করে থাকে। কথিত আছে কারবালার যুদ্ধে নিহত হয়েছিলেন নবী হযরত মহম্মদের দৌহিত্র ইমাম হুসায়ন। তাঁর সমাধির প্রতিকৃতি হল তাজিয়া।