কন্নড় ভাষায় কথা বলতে অস্বীকার করার অভিযোগ উঠেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই🐻) এক ব্র্যাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে। তাঁকে বদলি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি জানিয়েছেন, ওই ব্যাঙ্ককর্মী যে আচরণ করেছেন, তা চরম নিন্দনীয়। স্থানীয় ভাষার প্রতি সম্মান প্রদানের অর্থ হল মানুষকে শ্রদ্ধা করা। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, প্রত্যেক ব্যাঙ্ককর্মীর গ্রাহকদের সঙ্গে ভদ্রভাবে কথা বলা উচিত। আর স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত।
ইতিমধ্যে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখা গিয়েছে, একজন গ্রাহকের সঙ্গে এসবিআইয়♉ের ম্যানেজারের বচসা চলছে। অভিযোগ উঠেছে, ম্যানেজার গ্রাহকের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কিছুতেই স্থানীয় কন্নড় ভাষায় কথা বলবেন না। তিনি হিন্দিতেই কথা বলবেন।
অভিযো🧔গ উঠেছে যে এরপরেই ওই গ্রাহককে তিনি বলেন, 'আপনি আমার চাকরি দেননি। তখন ওই গ্রাহক বলেন, এটা কর্ণাটক। পাল্টা জবাবে এসবিআই ম্যানেজার বলেন, এটা ভারত। তখন গ্রাহক বলেন, প্রথমে কন্নড়। তারপরেই ম্যানেজার বলেন, 'আমি আপনার হয়ে কন্নড় ভাষায় কথা বলব না।' এরপর হিন্দি ও কন্নড় নিয়ে দু'জনের মধ্যে বচসা বেঁধে যায়। এমনকী, তিনি ওই গ্রাহককে অনুরোধও করেন, ঘটনাটির ভিডিয়ো করে রাখতে। তিনি দাবি করেন, কন্নড় ভাষায় কথা বলতেই হবে, এমনটা বাধ্যতামূলক কিনা।
আরও পড়ুন-পাকিস্তাꦕনের মুখোশ খুলতে কূটনৈতিক অভিযানে ভারত, কেন এ⭕ই ৩৩ দেশেই যাচ্ছেন শশীরা?
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিয়ো। এক ইউজার এসবিআই ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ট্যাগ করে দাবি করেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার হিন্দি আগ্রাসন চালাতে চেষ্টা করেছেন গ্রাহকের উপরে। এবং সেই কারণে অপব্যবহার করে আরবিআইয়ের গাইডলাইনও তিনি মেনে চলেননি। অন্যদিকে, রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে পড়ে এসবিআইয়ের তরফে পরে একটি বিবৃতি পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দক্ষিণ বেঙ্গালুরুর চাঁদপুরা শাখায় ঘটা সাম্প্রতিক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন ܫকরা হচ্ছে।’
আরও🍸 পড়ুন-পাকিস্তানের 🍸মুখোশ খুলতে কূটনৈতিক অভিযানে ভারত, কেন এই ৩৩ দেশেই যাচ্ছেন শশীরা?
উল্ল🅠েখ্য, গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে তামিলনাড়ু। জাতীয় শিক্ষানীতি সে রাজ্যে গ্রহণ করা হয়নি।এরমধ্যেই মহারাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক করা হয়েছে হিন্দি শেখা। সেক্ষেত্রেও আগ্রাসনের অভিযোগ উঠেছে। এবার কর্ণাটকেও জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠল এসবিআই-র ম্যানেজারের বিরুদ্ধে। তাও আবার এক দক্ষিণ ভারতীয় রাজ্যে।