1 মিনিটে পড়ুন Updated: 17 Jun 2023, 08:16 AM ISTAyan Das
১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে বলে জানিয়েছিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। যে সময়সীমা বাড়ানো হয়েছে। সেই তথ্য আপডেট করার জন্য নিজের পরিচয়পত্র এবং ঠিকানা সংক্রান্ত নথি আপলোড করতে হবে।
বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়ানো হল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেট করা যাবে। ওই সময়সীমার মধ্যে অনলাইনে বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা। এতদিন সেই সময়সীমা ১৪ জুন পর্যন্ত ছিল। সেই ‘ডেডলাইন’ শেষ হওয়ার পরই ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে যে আরও তিন মাস বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ মিলবে। সেই তথ্য আপডেট করার জন্য নিজের পরিচয়পত্র এবং ঠিকানা সংক্রান্ত নথি আপলোড করতে হবে।
কীভাবে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে?
ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, আধারের অনলাইন পোর্টাল থেকে বিনামূল্যে তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা। তবে ‘কমন সার্ভিস সেন্টার’ (সিএসসি) থেকে আধারের তথ্য আপডেট করতে গেলে টাকা লাগবে। অনলাইনে বিনামূল্যে আধারের তথ্য আপডেটের জন্য উপভোক্তাদের http://myaadhaar.uidai.gov.in/portal-তে যেতে হবে। আধার নম্বর দিতে লগইন করতে হবে উপভোক্তাদের। আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে 'ওটিপি' আসবে। তারপর ‘Document Update’-তে যেতে হবে উপভোক্তাদের। নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। নথি আপলোড করতে পারবেন উপভোক্তারা।