শআর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ভারতীয় টেস্ট স্কোয়াড প্রকাশ করবে নির্বাচক কমিটি। সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন WTC শুরু হতে চলেছে এই সিরিজ দিয়েই। আর সেই সিরিজ থেকেই ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার মহম্মদ শামিকে বাদ দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে এক রিপোর্টে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে করা এক রিপোর্টে দাবি করা হয়েছে, এখনও মহম্মদ শামি পুরোপুরি ফিট হননি। গত বছরই তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি মাঠে ফিরলেও এখনও পুরোনো ফিটনেস ফিরে পাননি এই পেসার। সেই কারণেই তাঁকে ইংল্যান্ড সফরের দলে নিয়ে যাওয়া হবে না।
ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন শামি
আসলে অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাসকর ট্রফিতে যখন জসপ্রীত বুমরাহ একদমই সাপোর্ট পাননি বাকি বোলারদের থেকে, তখন মহম্মদ শামিকে মিস করছিল ভারতীয় দল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামি দলে ফিরলেও তাঁর ফিটনেসে ঘাটতি যে রয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। আইপিএলেও এবারে একদমই ছন্দে নেই সানরাইজার্স হায়দারাবাদে খেলা এই পেসার। নির্বাচক কমিটি মনে করছে, শামির এই মূহূর্তে টেস্ট ক্রিকেট খেলার মতো ফিটনেস নেই। দীর্ঘ স্পেল করতে হবে ইংল্যান্ডের সবুজ পেস সহায়ক উইকেটে। সেটা না করতে পারলে শামিকে সেদেশে নিয়ে যাওয়ারও কোনও মানে খুঁজে পাচ্ছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
শামি আনফিট, তাই টেস্ট দলে নয়
দাবি করা হয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নাকি বোর্ডকে জানিয়েছে প্রতিযোগিতামুলক ক্রিকেটে মহম্মদ শামি ফিরলেও এই মূহূর্তে তাঁর যা ওয়ার্কলোড, তাতে লাল বলের ক্রিকেট খেলার মতো আত্মবিশ্বাস হয়ত তাঁর আসা সম্ভব নয়। কারণ আইপিএলে স্রেফ চার ওভার বোলিং করলেই হয়। সেই সূত্রের তরফে বলা হয়েছে, ‘মহম্মদ শামি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চার ওভার বোলিং করছে। কিন্তু বোর্ড এবং নির্বাচকরা জানে না যে ও আদৌ একদিনে ১০ ওভারের বেশি বোলিং করতে পারবে কিনা। আর ইংল্যান্ডে টেস্টে ম্যাচে দীর্ঘ স্পেলই দরকার লাগে পেসারদের থেকে। তাই আমরা কোনও ঝুঁকি সেখানে নিতে চাই না ’।
বুমরাহ টানা পাঁচ টেস্টে খেলতে পারবেন না
যদিও বোর্ডের অন্দরে আবার একাংশ চাইছে, জসপ্রীত বুমরাহ-র সঙ্গেই কিছু ম্যাচে শামিকে খেলাতে। সেক্ষেত্রে বুমরাহর ওয়ার্কলোডও কমবে, আর শামির অভিজ্ঞতাও কাজে লাগবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বুমরাহ নাকি ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন যে তাঁর পক্ষে ইংল্যান্ডে পাঁত টেস্টেই বোলিং করা সম্ভব নয়। সেই কারণে টেস্ট অধিনায়ক পদের দৌড় থেকেও বুমরাহ ছিটকে গেছেন।
শামির পরিবর্ত আর্শদীপ, কম্বোজ?
নির্বাচকরা তাই আর্শদীপ সিংয়ের কথা ভাবছে। কারণ মহম্মদ শামি শেষবার ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্য ওভালে বোলিং করেছিলেন। এরপর থেকে চোটাঘাতে ভুগতে থাকা শামি আর কোনও টেস্ট খেলেননি। সেক্ষেত্রে শামি না থাকলে ইংল্যান্ডে যেতে পারেন আর্শদীপ সিং অথবা হরিয়ানার পেসার অংশুল কম্বোজ। গত বছর কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন আর্শদীপ, অন্যদিকে কম্বোজকে ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে বোর্ড।