'সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখতে হবে গোটা বিশ্বকে।' পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাতের পর মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার জবাব ভারতের 'অপারেশন সিঁদুর'। মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হেনেছে ভারত। সূত্রের খবর, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত ৯ জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। (আরও পড়ুন: কেন অপারেশ🍃ন সিঁদুরের জন্যে বেছে নেওয়া হয়েছিল বাহাওয়ালপুরকে? জানুন বিশদ তথ্য)
আরও পড়ুন-অপারেশন সিঁদুরের প্রভাবে শেয়ার বাজারে পতন হতে পারে কি? সকালেই পূর্বাভাস পাওয়া গে𝐆ল
এই আবহে বিশ্বকে বড় বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। 'প্রিসিশন স্ট্রাইক'-র পর এক্স পোস্টে জয়শংকর বলেছেন, ‘গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ অর্থাৎ তিনি প্রকান্তরে বলতে চাইলেন, ভারতের মতো করেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বিশ্বের। এদিকে পাকিস্তান তরফে জানা গিয়েছে, তাদের কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদ এবং পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরের আহমেদপুরে প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। (আরও পড়ুন: অপারেশনꦬ সিঁদুরের মিথ্🦄যাচার শুরু পাকিস্তান সেনার? কী লুকোচ্ছে ইসলামাবাদ?)
আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের অভিযান, ক'জন সন্𒉰ত্রাসী খতম হল এই 🅰হামলায়?
অন্যদিকে অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাক সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় কোনওভাবে আঘাত করা হয়নি। শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে ভারত বিরোধী চক্রান্ত চলছিল, সেগুলিকেই ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের পদক্ষেপ ছিল মাপা, নির্দিষ্ট এবং কোনওভাবেই উস্কানিমূলক নয়। পাকিস্তানের সেনাবাহিনীর কোনও ব্যবস্থাকেই নিশানা করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন এবং হামলা কার্যকর করার ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।' রাজনাথ সিংয়ের মন্ত্রক জানিয়েছে, 'পহেলগাঁওয়ে ২৫ জন ভারতীয় এবং নেপালের একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডের পাল্টা হিসেবেই এই পদক্ষেপ করা হল। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের এর মাশুল দিতে হবে, সেই প্রতিশ্রুতিই পূরণ করা হল।' সূত্রের খবর, অপারেশন সিঁদুর শেষ হতেই ভারতের তিন সেনা প্রধানের সঙ্গে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঠিক কী নিয়ে তাদের মধ্যে আলোচনা চলেছে, সেই নিয়ে কোনও তথ্য না মেলেনি। তবে বিশেষজ্ঞদের অনুমান, ভারতের প্রত্যাঘাত, পাকিস্তান জবাব দিচ্ছে কি না, সব নিয়েই একটা কৌশল তৈরিতেই তিন সেনা কর্তাꦡর সঙ্গে আলোচনা করেছেন তিনি।