বিগত কয়েক সপ্তাহ ধরেই শুল্ক যুদ্ধ নিয়ে জল্পনা কল্পনা চলছে বিশ্ব জুড়ে। ভারতকে 'বন্ধু' আখ্যা দিয়েও শুল্ক জুজু দেখিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন প্রায় প্রতিদিনই। এই আবহে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম গত ২১ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে ক্তৃতা রাখার সময় বললেন, 'নিজের ভালোর জন্যেই শুল্ক কমানো উচিত ভারতের।' তাঁর কথায়, 'ভারতকে যদি উন্নত রাষ্ট্রে পরিণত হতে হয়, তাহলে দেশের পাঁচটি অগ্রাধিকারের মধ্যে একটি হতে হবে বিশ্বের কাছে নিজেদের বাজার উন্মুক্ত করে দেওয়া।' (আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে ধনী পাঁচ পরিবারে ভারতের ২, শীর্ষ ২০-তে আরও ৪ নাম, তাতেও নেই আদানি)
আরও পড়ুন: ডিএ ক্ষোভের মাঝে মামলা, সরকারি কর্মীদের কাছে মাথা নত রাজ্য সরকারের, ঢুকবে বকেয়া
সুব্রহ্মণ্যম দাবি করেন, কেন্দ্রীয় এবং রাজ্য, উভয় স্তরেই নিয়ন্ত্রণের বেড়াজাল কাটতে হবে। তাহলেই বিশ্ব সরবরাহ শৃঙ্খলের অংশ হয়ে উঠতে পারবে ভারত। তিনি আরও বলেন, শুল্ক কমাতে হলে ভারতের আগে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং অন্যান্য বড় বড় দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে হবে। (আরও পড়ুন: ১ বছর আগে সঙ্গীকে বিয়ে, এবার বাবা হলেন OpenAI-এর স্যাম অল্টম্যান)
আরও পড়ুন: 'ওরা সুযোগ নিচ্ছে...', USAID বিতর্কের রেশ টেনে এবার মোদী সরকারকেই তোপ ট্রাম্পের?
এদিকে ২২ ফেব্রুয়ারিই ফের একবার পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে ভারতকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগেই পারস্পরিক শুল্ক নিয়ে ঘোষণা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদী ওয়াশিংটন ডিসি-তে থাকাকালীনই সেই ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষণা হলেও সেই শুল্ক এখনও কার্যকর করা হয়নি। এই আবহে শনিবার রাতে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প ফের বললেন, 'ভারত ও চিনের মতো দেশগুলির ওপরে আমরা পারস্পরিক শুল্ক বসাতে চলেছে অতি শীঘ্রই। এর অর্থ, ওরা যদি আমাদের পণ্যে শুল্ক বসায়, তাহলেও আমরাও শুল্ক চাপাব। এটা খুবই সরল। আমরা ন্যায্য হতে চাই। আমরা এর আগে কখনও এটা করিনি। কিন্তু এখন এটা করার জন্য়ে প্রস্তুত হচ্ছি।' (আরও পড়ুন: ইলনের পালটা নির্দেশ কাশের, এবার কি মাস্কের সঙ্গে কি 'সংঘাতে' FBI প্রধান প্যাটেল?)