EVM বিতর্কে ফের এলন মাস্ককে একহাত নিলেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। রাজীব চন্দ্রশেখর পরিস্কার জানিয়ে দিয়েছেন যে টেসলার সহ প্রতিষ্ঠাতা তথা সিইও ভারতের ইভিএম সম্পর্কে যে কথা বলেছেন তা একেবারে ঠিক নয়। তিনি জানিয়েছেন, এটা বস্তুগতভাবে মিথ্যে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রশেখর জানিয়েছেন, মাস্ক যে অভিমন জানিয়েছিলেন যে সমস্ত ইভিএমকে হ্যাক করা যায় এটা যথার্থ নয়। তিনি যখন বলছেন যে পৃথিবীতে এমন ডিজিটাল সামগ্রী নেই যেটা হ্য়াক করা যায় না তাহলে প্রতিটি টেসলা গাড়িও হ্যাক করা যায়। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন মাস্ক যে কথা বলছেন সেটা ফ্যাকচুয়ালি রং।
চন্দ্রশেখর বিস্তারিতভাবে জানিয়েছেন যে মাস্ক আমেরিকার পুয়ের্তো রিকোর কিছু ইভিএমের পরিপ্রেক্ষিতে এসব বলছেন। আর তারপরই তিনি বলছেন যে সমস্ত ইভিএম হ্যাক করা যায়।
সেই সঙ্গেই তিনি বলেন ইলন মাস্কের সঙ্গে তর্ক করার মতো আমি কেউ নই। কিন্তু এই ধরনের বক্তব্য বা সরলীকরণ করাটা ঠিক নয়।
সেই সঙ্গেই আমেরিকার ইভিএমের সঙ্গে ভারতের ইভিএমের কিছু ফারাক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ভারতের ইভিএম কী সেটা নিয়ে মাস্কের কোনও ধারনা নেই।