আজ ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর শোনালেন আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্রা। মনেটারি পলিসি কমিটির বৈঠকের পর আজ রেপো রেট কমানোর ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রধান। এর ফলে ঋণ নিলে ইএমআই পরিশোধের ক্ষেত্রে স্বস্তি পেতে পারেন আম জনতা। আজ আরবিআই গভর্নর জানিয়েছেন, এবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমানো হচ্ছে। এর ফলে নয়া রেপো রেট হতে চলেছে ৬ শতাংশ। এই আবহে ইএমআই কতটা কমতে পারে গ্রাহকদের? (আরও পড়ুন: ১০৪% শুল্কের বোঝায় নত বেজিং, মার্কিন শুল্ক জুজুর বিরুদ্ধে 🍌ভারতের 'হাত' চাই𒀰ল চিন)
আরও পড়ুন: ভারতে♍র ওপর কা൩র্যকর হল ২৬% মার্কিন শুল্ক, দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস বদলাল RBI
কোনও গ্রাহক যদি ৩০ বছরের মেয়াদের জন্যে ৫০ লাখ টাকার ঋণ নিয়ে থাকেন, তাহলে বর্তমানে গড়ে ৮.৭ শতাংশ হারে ইএমআই দিয়ে থাকতে পারেন। এর ফলে মাসিক কিস্তি হয় ৩৯,১৫৭ টাকা। এখন আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়ায় গৃহঋণে সুদের হার কমে ৮.৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে প্রতি মাসে ৩৮,২৬৯ টাকা করে ইএমআই দিতে হবে সংশ্লিষ্ট গ্রাহককে। অর্থাৎ, ঋণের মাসিক কিস্তিতে ৮৮৮ টাকা করে বাঁচাতে পারেন সেই গ্রাহক। (আরও পড়ুন: ফেস ID, 🌸QR কোড ফিচার সহ নতুন আধার অ্যাপ আনল সরকার, দেখে নিন কীভাবে কাজ করবে ꧃এটি?)
এদিকে ব্যাঙ্কগুলি এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিতে পারে সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহে যারা বিনিয়োগের মাধ্যমে আর্থিক নিশ্চয়তা চান, তাঁরা ব্যাঙ্কগুলির সুদের হার পরিবর্তনের আগেই যেন ফিক্সড ডিপোজিটে টাকা রেখে 'লক ইন' করেন। এদিকে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে নিজের অর্থ সঞ্চয় করতে পারেন, তাতে সুদের হারে পতনের প্রভাব কিছুটা হলেও কমবে। আর যাদের আগের থেকে ফিক্সড ডিপোজিটে টাকা নির্দিষ্ট সুদে 'লক' করা আছে, এবং তাঁরা এফডি-তেই টাকা রাখতে ইচ্ছুক, তাহলে তাঁদের কিছু করতে হবে না। (আরও পড়ুন: মোদীর বৈঠক নিয়ে 'গল্প' বলেছিলেন ইউনুসের সচিব, এবার সত্যিটা সামনꦰে আনলেন উপদেষ্টা)
আরও পড়ুন: কসবায় DI অফিসে ꦿধুন্ধুমার, চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ 'অমানবিক'♊ পুলিশের
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে রেপো রেট বাড়িয়েছিল আরবিআই। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে লাগাতার ১০ দফায় রেপো রেট অপরিবর্তিত র♛াখা হয়েছিল। আর ২ বছর পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট কমানোর বড় ঘোষণা করেছিলেন আরবিআই প্রধান সঞ্জয় মলহোত্রা। আর এবারেও রেপো রেট কমানো হতে পার⛎ে বলে মনে করা হচ্ছিল। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে আরবিআই গভর্নর রেপো রেট সংক্রান্ত ঘোষণা করেন।